ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদার মুক্তি দাবিতে প্রতীক অনশন সম্পূর্ণ নাটক ॥ হানিফ

প্রকাশিত: ০৫:৫৯, ১০ জুলাই ২০১৮

খালেদার মুক্তি দাবিতে প্রতীক অনশন সম্পূর্ণ নাটক ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির আয়োজিত প্রতীকী অনশন সম্পূর্ণ নাটক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, খালেদার মুক্তির জন্য বিএনপির অনশন সম্পূর্ণ নাটক। আইনী প্রক্রিয়া ছাড়া বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। আন্দোলন এবং বিদেশী লবিস্ট দিয়ে চেষ্টা করে তাঁর (খালেদা জিয়া) মুক্তি মিলবে না। এসব করেও বিএনপি নেতাদের কোনও লাভ হবে না। সোমবার রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, আন্দোলনের নাটক বন্ধ করে সরকারের উন্নয়নের সঙ্গে থাকুন। সরকারকে সহযোগিতা করুন। তাহলে হয়ত জনগণ আপনাদের কোনও দিন ক্ষমা করেও দিতে পারে। কোটা সংস্কার প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, কোটা সংস্কার আন্দোলনে বিএনপি-জামায়াত দূর থেকে ষড়যন্ত্র করছে। কোটা সংস্কার বিষয়ে বিএনপি নানা সময় নানা কথা বলেছে। তাতেই বোঝা যায় কোটা সংস্কারের সঙ্গে তাদের ষড়যন্ত্র এক যোগসূত্রে গাঁথা। কোটা সংস্কারের নাম করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে অভিযোগ করে তিনি কোটা আন্দোলন থেকে শিক্ষক এবং ছাত্রদের সরে আসার আহ্বান জানান। হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দাবিকে (কোটা সংস্কার) সমর্থন জানিয়েছেন। এমনকি একটি কমিটিও তৈরি করা হয়েছে। তারা এটা পর্যবেক্ষণ করছে। তাই আমি মনে করি এখন এই বিষয় নিয়ে কোনও আন্দোলন করা উচিত নয়। আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়ার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই সমাবেশকে রীতিমতো জনসমুদ্রে পরিণত করতে হবে।
×