ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএনপির কোন্দলে বাড়তি সুবিধা কামরানের

প্রকাশিত: ০৫:৫৭, ১০ জুলাই ২০১৮

বিএনপির কোন্দলে বাড়তি সুবিধা কামরানের

সালাম মশরুর, সিলেট অফিস ॥ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি পর্ব শেষ হচ্ছে আজ মঙ্গলবার। সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ৬ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মঙ্গলবার প্রতীক বরাদ্দ পেয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হবেন ৭ মেয়র ও ১৮৯ কাউন্সিলর প্রার্থী। টানা ১৯ দিন প্রচার শেষে ৩০ জুলাই অনুষ্ঠিত হবে নির্বাচন। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা এখন নিজেদের কার্যালয় স্থাপনে ব্যস্ত। সোমবার বিভিন্ন ওয়ার্ডে অধিকাংশ প্রার্থীই নিজেদের নির্বাচনী প্রধান কার্যালয় গোছগাছ করে নিয়েছেন। আচরণবিধি লক্ষ্য করে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কার্যালয় উদ্বোধনের জন্য অপেক্ষায় প্রার্থীরা। বিল্ডিং, দালানকোঠা ছাড়াও বিভিন্ন খালি জায়গায় প্যান্ডেল তৈরি করে কার্যালয় স্থাপনের কাজ চলছে। আওয়ামী লীগ ও বিএনপি দু’দলের মেয়র প্রার্থীর নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধন হবে মঙ্গলবার। সোমবার নানা নাটকীয়তা ও উত্তেজনা ছিল বিএনপির বিদ্রোহী ও জোটের শরিক দল জামায়াতে ইসলামী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের বিষয় নিয়ে। বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম ও জামায়াত প্রার্থী যুবায়েরকে নির্বাচন থেকে বিরত রেখে বিএনপির দলীয় প্রার্থী আরিফুল হককে একক প্রার্থী মেনে নিয়ে নির্বাচন করার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। দফায় দফায় দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের মাধ্যমে আলোচনা করে বিষয়টি নিষ্পত্তির প্রচেষ্টা চালানো হয়। বেগম জিয়ার অবর্তমানে দলের প্রধান সিদ্ধান্তকারী তারেক রহমান লন্ডন থেকে বিষয়টির নিষ্পত্তির লক্ষ্যে বিএনপি-জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার কথা বলেন। শেষ মুহূর্তে সর্বশেষ প্রচেষ্টা চালাতে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু সিলেট আসেন। বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম ও জামায়াত প্রার্থী যুবায়েরের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য সর্বশেষ চেষ্টা চালান। কিন্তু বেঁকে বসা দলের বিদ্রোহী নেতা বদরুজ্জামান সেলিমকে বাগে আনতে পারেননি। জাগো দল থেকে বিএনপির এই পর্যন্ত ৪০ বছরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বদরুজ্জামান সেলিম দলের বাইরে গিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এটা দলের শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে সম্পৃক্ত কর্মকা- হিসেবে নিশ্চয়ই দল তাকে বহিষ্কার করবে। সবসময় সব দলের ভেতরে এরকম কর্মকা-ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হয়ে থাকে। এই ক্ষেত্রে নিজের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হতে পারে জেনেও সেলিমের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিজের হতাশা ও দলের চরম দৈন্যের চিত্রই ফুটে উঠেছে। দল থেকে আর পাওয়ার কিছু নেই। দলের নেতৃত্বই এখন অন্তঃসারশূন্য। জোটের শরিক দল জামায়াতের এই আচরণে নিজেদের ঐক্যের দৈন্যদশার চিত্র ফুটে উঠেছে। বদরুজ্জামান সেলিমের পেছনে নিজের দলের নেতাকর্মীদের সমর্র্থন রয়েছে। দলের বিদ্রাহী প্রার্থী হওয়ায় প্রকাশ্যে না হলেও আড়ালে-আবডালে তারা সেলিমের পক্ষে কাজ করবেন। মহানগর সাধারণ সম্পাদকের পদ থেকে বিদ্রোহী প্রার্থী হয়ে দল থেকে সেলিমের বেরিয়ে যাওয়ার বিষয়টি দলের ভেতরে বিরূপ প্রভাব ফেলবে। নির্বাচনের এই মুহূর্তে বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের ভেতরেও কোন্দল চরম পর্যায়ে। নতুন কমিটি গঠন নিয়ে জেলা ছাত্রদলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সোমবার বিকেলে নগরীর মেন্দিবাগ এলাকায় বিএনপির কেন্দ্রীয় সদস্য আমির খসরুর উপস্থিতিতেই ছাত্রদলের নেতাকর্মীরা বিদ্রোহ প্রদর্শন করে। এ নিয়ে নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। ছাত্রদলের এই কোন্দল বিএনপি প্রার্থীর নির্বাচনী মাঠে সঙ্কট সৃষ্টি করবে। বিএনপির বিদ্রোহী ও জোটের জামায়াত প্রার্থী নিয়ে এখন মেয়র প্রার্থী আরিফের লেজেগোবরে অবস্থা। দুই প্রার্থী নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের কারণে আরিফুল হকের নির্বাচনী মাঠ এলোমেলো। পক্ষন্তরে গোছালো অবস্থান নিয়ে এগিয়ে থাকা আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের কাছে বিএনপির এই কোন্দল বাড়তি সুবিধা এনে দিয়েছে। কামরানের সমর্থনে ১৪নং ওয়ার্ডের আলোচনা সভা ॥ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। রবিবার রাতে বদর উদ্দিন কামরানের ছড়ারপাড়স্থ বাসায় ওয়ার্ড সভাপতি মোঃ সোনা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বিজয় কুমার দেব বুলুর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। খ্রীস্টান মিশনের নেতৃবৃন্দের সঙ্গে কামরানের মতবিনিময় ॥ সিলেট প্রেসবিটারিয়ান চার্চ খ্রীস্টান মিশনের নেতৃবৃন্দের সঙ্গে বদর উদ্দিন কামরানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মিশনের সভাপতি ডিকন নিঝুম সাংমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উইলসন গ্রের পরিচালনায় এ মত বিনিময় হয়। ৩ নং ওয়ার্ডবাসীর মতবিনিময় ॥ বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে মতবিনিময় করেছেন ৩নং ওয়ার্ডবাসী। রবিবার বিকেল ৫টায় কাজলশাহ এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ॥ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-৭০৭ এর উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কামরানের সমর্থনে ১০ নং ওয়ার্ড শ্রমিক লীগ ॥ ১০নং ওয়ার্ড শ্রমিক লীগের উদ্যোগে কর্মিসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শ্রমিক লীগের সহসভাপতি, সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ। খাসদবীরে মেয়র প্রার্থী মোয়াজ্জেমের কুশল বিনিময় ॥ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা মার্কার মেয়র প্রার্থী প্রফেসর ডাঃ মোয়াজ্জেম হোসেন খান জামেয়া মদিনাতুল উলুম দারুস সালাম খাসদবীর মাদ্রাসায় কুশল বিনিময় করেন। যোহরের নামাজ শেষে মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি ওলিউর রহমানের সঙ্গে মতবিনিময় করেন। মেয়র প্রার্থী ডাঃ মোয়াজ্জেম হোসেন খান নির্বাচনী কার্যক্রমে সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। মুসল্লিদের সঙ্গে মেয়র প্রার্থী এহছানুল হকের কুশল বিনিময় ॥ সিসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ এহছানুল হক তাহের নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরবর্তীতে তিনি নগরীর লালদিঘীরপার এলাকায়ও জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। বিকেল তিনটায় সিলেট জজ আদালত এলাকায় আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ লালা, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ আব্দুল কুদ্দুসসহ সকল আইনজীবীর সঙ্গে সাক্ষাত করেন। সিপিবি-বাসদ প্রার্থী জাফরের প্রচারণা ॥ সিপিবি-বাসদ মেয়র পদপ্রার্থী বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর দিনব্যাপী ৪ নং ওয়ার্ডে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কুশলবিনিময় করেন। সেলিম নাটক করছেন, দাবি আরিফের ॥ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিমের সংবাদ সম্মেলনের অভিযোগকে ‘নাটক’ বলে মন্তব্য করেছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। কোন বিশেষ মহলের উদ্দেশ্য সাধনের জন্য এসব ঘটনা ঘটানো হচ্ছে বলেও অভিযোগ আরিফের। রবিবার দুপুরে নগরীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে, যে কোন পরিস্থিতিতে নির্বাচনে অটল থাকার কথা জানান বিএনপির মহানগর শাখার সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। এ সময় তিনি আরিফের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন। দলের অধিকাংশ নেতাকর্মীর ইচ্ছার বিরুদ্ধে কেন্দ্রে আরিফকে মনোনয়ন দিয়েছে উল্লেখ করে আরিফের বিরুদ্ধে বিশ্বাসঘাতকারও অভিযোগ করেন সেলিম। এছাড়া আরিফ হলফনামায় শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন করেছেন বলেও অভিযোগ এই বিএনপি নেতার। এসব অভিযোগ প্রসঙ্গে বিকেলে আরিফুল হক চৌধুরী বলেন, ‘ব্যক্তিগতভাবে কে কি বলল আমি সেইটা শুনতে চাই না। প্রতিদিনই কত সংবাদ সম্মেলন হচ্ছে। এগুলো উনাদের ব্যক্তিগত ব্যাপার। একজন মানুষের গণতান্ত্রিক অধিকার আছে সংবাদ সম্মেলন করার। এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না, তবে একটা সংগঠনের দায়িত্বশীল ব্যক্তির দায়িত্বশীল কথা বলা উচিত। সংগঠনের পদে থেকে অগণতান্ত্রিক এবং কারও ফাঁদে পড়ে নিজের অস্তিত্বকে বিলীন করা সমুচিত হবে না। আরিফ বলেন, দল এখন একটি ক্রাইসিস মুহূর্তে, জনগণের সামনে এখন আন্দোলন এবং নির্বাচন। দলের প্রতিটি সদস্যের উচিত হবে দলীয় সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে কাজ করা। আমার মনে হয় দেরিতে হলেও তিনি (বদরুজ্জামান সেলিম) বুঝতে পারবেন। এবং সময়ই বলে দেবে কার স্থান কোথায়। তাছাড়া, আমি মনে করি অন্যের উদ্দেশ্য সাধনের জন্য এ ধরনের নাটক করা হচ্ছে। আরও অনেক কিছুই হতে পারে। বিগত ৫ বছর আরিফ দলের আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের পাশে দাঁড়াননি, এমন অভিযোগ প্রসঙ্গে সদ্য বিদায়ী মেয়র বলেন, এইগুলো নিয়ে আমি কিছু বলব না। আমি মনেকরি এই পবিত্র মাটির ভোটার এই জনগণ হচ্ছে আসল, সত্য-মিথ্যা সবই তাদের কাছে পরিষ্কার। তারা যাকে ভাল মনে করবেন, তাকেই রায় দেবেন। হলফনামায় শিক্ষাগত তথ্য গোপনের অভিযোগ প্রসঙ্গে আরিফ বলেন, এটা উনার ব্যক্তিগত মতামত। আমার যদি কোন সার্টিফিকেট থাকত, তাহলে আমি তা উল্লেখ করতাম। ফের কামরানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে আরিফ ॥ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে ফের অভিযোগ জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী। সোমবার দুপুরে সিলেটে নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়ে সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামানের কাছে এ অভিযোগ করেন সদ্য সাবেক এ মেয়র। আলিমুজ্জামান বলেন, আরিফুল হক চৌধুরী মৌখিকভাবে বদর উদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন। অভিযোগ করে সিলেটে নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয় থেকে বেরিয়ে আসার পর আরিফুল হক সাংবাদিকদের বলেন, আচরণবিধি অনুযায়ী আগামী ১০ জুলাই প্রতীক বরাদ্দের আগে প্রচারণার কোন সুযোগ নেই। তবুও তিনি (বদর উদ্দিন আহমদ কামরান) বারবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্নভাবে প্রচার চালাচ্ছেন। এদিকে কামরানের পক্ষে তার স্ত্রী আসমা কামরান ও ছেলে ডাঃ আরমান আহমদ শিপলুসহ সরকার দলের নেতাকর্মী নগরীতে প্রকাশ্যে লিফলেট বিতরণ করছেন। তিনি আরও বলেন, আমি এর আগেও একই বিষয় নিয়ে সিলেটে নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়ে সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামানের কাছে লিখিত অভিযোগ করেছি। তবুও নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছেন। আরিফ বলেন, সিলেট একটি পুণ্যভূমি। এখানে এসব চলতে দেয়া যায় না। আর এখানে এসব করাটাও ঠিক না। আমি চাই সিসিক নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হোক। ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ॥ আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ছয়জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সিলেটে নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার হাতে তারা মনোনয়ন প্রত্যাহারের লিখিত আবেদনপত্র জমা দেন বলে জানান সিলেট সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার সরকার। তিনি বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে চারজন ও গত (রবিবার) দুইজন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। সোমবার মনোনয়ন প্রত্যাহার করে নেয়া চার প্রার্থী হলেন, ৮ নং ওয়ার্ডের মোঃ সিরাজ খান, ১৪ নং ওয়ার্ডের সিরাজুল ইসলাম শামীম, ২০ নং ওয়ার্ডের মিঠু তালুকদার এবং ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আফজাল উদ্দিন। এর আগে রবিবার মনোনয়ন প্রত্যাহার করে নেয়া ২ জন প্রার্থী হলেন, ২১ নং ওয়ার্ডের এনামুল হক এবং ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খসরু আহমদ। তবে কোন মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত এ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে মোট ১২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমির খসরু মাহমুদ ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, সিলেট সিটি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ভয় দেখাচ্ছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন। সোমবার বিকেল সাড়ে ৫টায় সিলেটে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বাসায় এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিভিন্ন এলাকায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। ভয়ভীতি এমন পর্যায়ে গেছে যে, বলা হচ্ছে তোমরা ৩০ জুলাই পর্যন্ত এলাকা ছেড়ে থাক। তিনি বলেন, ‘ভয়ভীতি দেখিয়ে নির্বাচনকে দখলের যে প্রক্রিয়া, তা তারা আপাতদৃষ্টিতে শুরু করে দিয়েছে। বিএনপি যাতে নির্বাচনী কর্মকা- চালাতে না পারে, তা শুরু হয়ে গেছে। আমরা আশা করি, জনগণ তাদেরকে সঠিক জবাব দেবে। ভয়ভীতি দেখানোর বিষয়ে সিলেট মহানগর পুলিশের কমিশনার ও নির্বাচন কমিশনকে সোমবার অবহিত করেছেন আরিফুল হক চৌধুরী, এমনটা জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ‘কাজ কতটুকু হবে’ তা নিয়ে ‘সন্দেহ’ পোষণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা। সংবাদ সম্মেলনে আরিফকে পাশে নিয়ে আমির খসরু আরও বলেন, ‘সিলেটে মানুষ স্বাধীনতাকামী, গণতন্ত্রমনা। আগামী ৩০ জুলাইয়ের ভোটে সিলেটের মানুষ সরকারের নির্বাচনী প্রকল্প ভেঙ্গে দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবে। তিনি বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের দিন থেকে আজ পর্যন্ত যা ঘটেছে, তা রিভিউ করেছি। আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিশাল জনবল নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন, যা আচরণবিধি লঙ্ঘন। নির্বাচনী প্রচারণার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও আওয়ামী লীগের প্রার্থীর সমর্থনে শ্রমিক লীগ গুলশান সেন্টারে, মহিলা লীগ জেলা পরিষদ মিলনায়তনে উপশহরে একটি হোটেলে সভা করেছে। কিন্তু নির্বাচন কমিশন কোন আপত্তি জানায়নি, বাধা দেয়নি।’ বিএনপির মেয়র প্রার্থী আরিফ বিধিমালার প্রতি ‘সম্মান দেখিয়ে প্রচারণা চালাচ্ছেন না’ বলেও উল্লেখ করেন আমির খসরু। সিসিক নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী মেয়র প্রার্থী হয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, ‘তিনি প্রার্থী হয়েছেন, তার বিষয়ে সিদ্ধান্ত নেবে দল।’ ২০ দলীয় জোটের শরিক জামায়াতের মহানগর শাখার আমির এসহানুল মাহবুব জুবায়ের মেয়র পদে প্রার্থী হয়েছেন। এ বিষয়ে এক প্রশ্নর জবাবে বিএনপি নেতা আমির খসরু বলেন, ‘সিলেটসহ তিন সিটিতে যে মনোনয়ন দেয়া হয়েছে, তা জোটে আলাপ-আলোচনা করেই দেয়া হয়েছে। কেউ যদি জোটের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হন, তবে আমরা আশা করব তার ব্যাপারে তার দল ব্যবস্থা নেবে।’ সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন ও মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন উপস্থিত ছিলেন। দেশ ও জাতির স্বার্থে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করুন-মিসবাহ ॥ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্যবান্ধব সরকার। এ সরকার চিকিৎসা খাতে ব্যাপক উন্নতি সাধন করেছেন। তনি বলেন, দেশ ও জাতির স্বার্থে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। পাশাপাশি তিনি আগামী ৩০ জুলাই সিলেট সিটি নির্বাচনে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে জয়ী করার আহ্বান জানান। সোমবার সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল হাসপাতালের সকল শাখার কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
×