ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খিলগাঁওয়ে তেলাপোকার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু, ট্রেনে কাটা পড়ে নিহত ২

প্রকাশিত: ০৫:৫২, ১০ জুলাই ২০১৮

খিলগাঁওয়ে তেলাপোকার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু, ট্রেনে কাটা পড়ে নিহত ২

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলগাঁওয়ে তেলাপোকা তাড়ানোর ওষুধ খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে এক কিশোরসহ দু জন নিহত হয়েছে। সোমবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় তেলাপোকা তাড়ানোর ওষুধ খেয়ে ফারিয়া আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর বাবা সেকান্দার আলী পেশায় গাড়িচালক। গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার তারকান্দা উপজেলায়। তারা খিলগাঁওয়ের গোড়ান এলাকার আলী আহম্মদ স্কুলের পাশে একটি বাড়িতে ভাড়া থাকেন। মৃত শিশু ফারিয়ার বাবা সেকান্দার আলী জানান, সোমবার সকালে বাসায় রাখা ভুলবশত তেলাপোকা তাড়ানোর ওষুধ খেয়ে ফেলে মেয়ে ফারিয়া। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান তার অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দিকে রাজধানীর খিলক্ষেত ও খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক কিশোরসহ দু জনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তাদের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিচয় শনাক্ত না হওয়ায় তাদের লাশ বেওয়ারিশ হিসেবে মর্গে হিমাগারে রাখা হয়েছে বলে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান। স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে খিলক্ষেত খাঁপাড়া রেলক্রসিং পার হচ্ছিল অজ্ঞাত (১৪) এক কিশোর। এ সময় সে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠায়। নিহতের পরনে থ্রি কোয়ার্টার জিন্সপ্যান্ট ও গেঞ্জি ছিল। এ দিকে রবিবার গভীর রাতে খিলগাঁও পুলিশ ফাঁড়ির বিপরীতে ঢাকাগামী একটি চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে অজ্ঞাত (৩০) এক নারী ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরী বিভাগে আনেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
×