ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুধীর বরণ মাঝি;###;শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর।;###;মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫

বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণির পড়াশোনা, পূর্ণ প্রস্তুতি-১ (মডেল টেস্ট)

প্রকাশিত: ০৬:৫৪, ৯ জুলাই ২০১৮

বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণির পড়াশোনা, পূর্ণ প্রস্তুতি-১ (মডেল টেস্ট)

বহুনির্বাচনী-৩০ ১। কোন তারিখে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় ? (ক) ১৮৫৮ সালের ২আগস্ট (খ) ১৮৫৮ সালের ২সেপ্টেম্বর (গ) ১৮৫৮ সালের ২অক্টোবর (ঘ) ১৮৫৮ সালের ২ নভেম্বর। ২। ১৯৭১ সালে অসহযোগ আন্দোলন আরো বেগবান হয়- (i) ছাত্র সংগ্রাম পরিষদ গঠনে (ii) শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে (iii) নিয়মিত মিছিল-মিটিংয়ে। নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii। নিচের অনুচ্ছেদটি পড় ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও ঃ তারিক পিতা-মাতার আদরের সন্তান। ইদানীং তার আচরণে পরিবর্তন দেখা যাচ্ছে। স্কুলে না গিয়ে সে লুকিয়ে লুকিয়ে ধূমপান করে এবং টাকার জন্য মাকে প্রায়ই উত্যক্ত করে। ৩। তারেকের আচরণটিতে কী প্রকাশ পায় ? (ক) শিশু অপরাধ (খ) মূল্যবোধের অবক্ষয় (গ) মাদকাসক্তি (ঘ) নিঃসঙ্গতা। ৪। উদ্দীপকে বর্ণিত তারেকের আচরণের ফলে- (i) বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিবে (ii) মানসিক স্বাস্থ্যের তেমন পরিবর্তন হবে না (iii) সামাজিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii। ৫। জাতিসংঘের পতাকায় জলপাই পাতা কীসের প্রতীক? (ক) সমঝোতার (খ) সৌহাদ্যের (গ) নেতৃত্বের (ঘ) শান্তির । ৬। শারীরিক-মানসিক ত্রুটি বা বৈকল্য শিশু মনে কীসের জন্ম দেয়? (ক) হীনমন্যতার (খ) হতাশার (গ) অবহেলার (ঘ) অপরাধের । ৭। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে ? (ক) ৫বার (খ) ১০বার (গ) ১৫বার (ঘ) ২০বার। ৮। ছিয়াত্তরের মন্বত্তর বাংলা কতসালে হয়েছিল ? (ক) ১১৭৬সালে (খ) ১২৭৬সালে (গ) ১৩৭৬সালে (ঘ) ১৪৭৬সালে । ৯। ’ক্র্যাক’প্লাটুন হলো- (ক) গেরিলা দল (খ) নৌ সেনা (গ) বিশেষ বাহিনী (ঘ) বিমান বাহিনী । ১০। বঙ্গভঙ্গ কার্যকর হয় কতসালে ? (ক) ১৯০২সালে (খ) ১৯০৩সালে (গ) ১৯০৪সালে (ঘ) ১৯০৫সালে । অনুচ্ছেদটি পড় ১১ এবং ১২নং প্রশ্নের উত্তর দাও ঃ বর্তমান বিশ্বের সর্বাধিক জনপ্রিয় শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। এই শাসন ব্যবস্থায় বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান। যার একটি ধরন নিয়ে আমাদের দেশ পরিচালিত হচ্ছে। ১১। আমাদের দেশে কোন ধরনের গণতান্ত্রিক সরকার রয়েছে? (ক) রাষ্ট্রপতি শাসিত সরকার (খ) মন্ত্রিপরিষদ শাসিত সরকার (গ) যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক সরকার (ঘ) অনির্বাচিত সরকার। ১২। উক্ত সরকার ব্যবস্থায়- (র) সরকার প্রধান হলেন রাষ্ট্রপতি (রর) শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী (ররর) সরকার প্রধান দন্ড মওকুফের ক্ষমতা রাখেন। নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ১৩। মানুষ আজ ঘরে বসেই পৃথিবীর নানা অভিজ্ঞতা অর্জন করতে পারছে- (i) গণমাধ্যম ব্যবহার করে (ii) তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে (iii)ভাষাগত প্রতিবন্ধকতার মাধ্যমে। নিচের কোনটি সঠিক (ক) i (খ) ii (গ) ii ও iii (ঘ) i ও ii ১৪। বিশ্বস্বাস্থ্য সংস্থা কতসালে গঠিত হয় ? (ক) ১৯৪৫ সালে (খ) ১৯৪৬ সালে (গ) ১৯৪৭ সালে (ঘ) ১৯৪৮ সালে । ১৫। মুক্তি বাহিনীর চিফ অব স্টাফ কে ছিলেন ? (ক) কর্নেল আব্দুর রব (খ) জেনারেল ওসমানী (গ) এ.কে.খন্দকার (ঘ) কে,এম,শফিউল্লাহ । ১৬। শশাঙ্কের মৃত্যু পরবর্তী একশত বছরকে মাৎস্যন্যায়ের যুগ বলা হয়। কারণ তখন- - (i) দেশের সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করত (ii) বড় মাছ ছোট মাছকে ধরে খেয়ে ফেলত (iii) শাসকবর্গ সুশাসনে অক্ষম ছিল। নিচের কোনটি সঠিক (ক) i (খ) i ও iii (গ) i ও ii (ঘ) i, ii ও iii। ১৭। বাংলাদেশ কতসালে ওআইসির সদস্য পদ লাভ করে? (ক) ১৯৭২ সালে (খ) ১৯৭৩ সালে (গ) ১৯৭৪সালে (ঘ) ১৯৭৫ সালে। ১৮। লীগ অব নেশনস কত সালে গঠিত হয়? (ক) ১৯১৪ সালে (খ) ১৯১৮ সালে (গ) ১৯২০ সালে (ঘ) ১৯৪৫ সালে । ১৯। জাপানে কিশোর অপরাধের বয়সসীমা কত ? (ক) ৭-১৬বছর (খ) ৭-১৮বছর (গ) ১৩-১৯বছর (ঘ) ১৪-২০বছর । ২০। বায়ুমন্ডলে গ্রিন হাউজ গ্যাস বাড়ছে- (i) প্রাকৃতিক বিপর্যয়ের কারণে (ii) এয়ার কন্ডিশনারের কারণে (iii) রাসায়নিক ও কীটনাশক ব্যবহারের কারণে। নিচের কোনটি সঠিক (ক) i (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i , ii ও iii। ২১। আমাদের দেশে কিশোর অপরাধের প্রধান কারণ কী? (ক) দারিদ্র (খ) আদর যতেœর অভাব (গ) বিবাহ বিচ্ছেদ (ঘ) চিত্তবিনোদনের অভাব। ২২। সামাজিকীকরণ প্রক্রিয়া চলতে থাকে- (ক) শৈশব থেকে কৈশোর পর্যন্ত (খ) কৈশোর থেকে যৌবন পর্যন্ত (গ) যৌবন থেকে প্রৌঢ় পর্যন্ত (ঘ) শৈশব থেকে মৃত্যু পর্যন্ত। ২৩। সাধারণত দীর্ঘমেয়াদী ও ভারী বৃষ্টিপাতের কারণে কোন দুর্যোগ ঘটে থাকে ? (ক) সুনামি (খ) ঘূর্ণিঝড় (গ) ভূমিকম্প (ঘ) ভূমিধস । অনুচ্ছেদটি পড় ২৪ এবং ২৫নং প্রশ্নের উত্তর দাও ঃ ভোলা মাঝি নৌকা বাইছে আর মনের সুখে গলা ছেড়ে গান গাইছে। ’মন মাঝি তোর বৈঠা নেরে আমি আর বাইতে পারলাম না’ ২৪। ভোলা মাঝি কোন ধরনের গান গাইছেন ? (ক) মুর্শিদি (খ) দেশাত্ববোধক (গ) ভাটিয়ালি (ঘ) বাউল। ২৫। ভোলা মাঝির গানের মধ্যে কোনটি বেশি প্রকাশ পেযেছে ? (ক) আধ্যাত্মিক সাধনা (খ) শিল্প-সাহিত্যের চর্চা (গ) নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য (ঘ) নৈসর্গিক অবস্থা। ২৬। কখন মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ? (ক) ১০এপ্রিল ১৯৭১ (খ) ১৩এপ্রিল ১৯৭১ (গ) ১৭এপ্রিল ১৯৭১ (ঘ) ২১এপ্রিল ১৯৭১। ২৭। মৌর্যদের পর ভারতে কোন বংশ সা¤্রাজ্য প্রতিষ্ঠা করেন ? (ক) পাল (খ) গুপ্ত (গ) সেন (ঘ) আর্য। ২৮। রাষ্ট্রের অপরিহার্য মৌলিক উপাদান কয়টি ? (ক) চারটি (খ) পাঁচটি (গ) ছয়টি (ঘ) সাতটি। ২৯। পাকিস্তানের রাজনীতিতে নতুন সংকট সৃষ্টি হয় কেন ? (ক) ইয়াইয়া কর্তৃক জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করায় (খ) ভুট্টো কর্তৃক জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করায় (গ) টিক্কা খান কর্তৃক গণহত্যার পরিকল্পনা করায় (ঘ) জাতীয় নেতাদের আটক করার পরিকল্পনার জন্য। ৩০। কার্জন হল নির্মান করা হয়েছিল কেন ? (ক) বিচার কার্য পরিচালনার জন্য (খ) বসবাসের জন্য (গ) অফিস হিসেবে ব্যবহারের জন্য (ঘ) সৌন্দর্যের জন্য। উত্তর ঃ ১(ক), ২(ক), ৩(গ), ৪(খ), ৫(ঘ), ৬(ক), ৭(গ), ৮(ক), ৯(ক), ১০(ঘ), ১১(খ), ১২(খ), ১৩(ঘ), ১৪(ঘ), ১৫(ক), ১৬(খ), ১৭(গ), ১৮(গ), ১৯(ঘ), ২০(খ), ২১(ক), ২২(ঘ), ২৩(ঘ), ২৪(ক), ২৫(ক), ২৬(গ), ২৭(খ), ২৮(ক), ২৯(ক), ৩০(গ)।
×