ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এ্যাপ স্টোরের দশম বর্ষপূর্তিতে এ্যাপলের উপহার

প্রকাশিত: ০৬:৪৭, ৯ জুলাই ২০১৮

 এ্যাপ স্টোরের দশম বর্ষপূর্তিতে এ্যাপলের উপহার

এ্যাপ স্টোরের দশম বর্ষপূর্তিকে সামনে রেখে এ নিয়ে নানা নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে প্রযুক্তি জায়ান্ট এ্যাপল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, চিকিৎসক আর চিকিৎসাবিষয়ক গবেষকদের জন্য আনা এ্যাপলের সফটওয়্যার টুল রিসার্চকিট ও কেয়ারকিট ফিজিক্যাল থেরাপি, পারকিনসন’স ডিজিজ আর অটিজমসহ বিভিন্ন অবস্থার পরীক্ষায় ব্যবহার করা হচ্ছে। প্রতিষ্ঠানটির দেয়া প্রতিবেদনে বলা হয়, পাঁচ শতাধিক চিকিৎসক ও বিজ্ঞানী এই টুলগুলো ব্যবহার করেছেন আর এসব পরীক্ষায় অংশ নিয়েছেন ৩০ লাখ মানুষ। ২৮ হাজারেরও বেশি আইওএস এ্যাপে সাবস্ক্রিপশন সেবা দেয়া হয় আর এসব এ্যাপে সাবস্ক্রাইব করা ব্যবহারকারীর সংখ্যা আগের বছরের তুলনায় ৯৫ শতাংশ বেড়েছে, বলা হয় প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে। আইওএস-এর শীর্ষ সাবস্ক্রিপশন এ্যাপগুলোর তালিকায় এ্যাপল ভিডিও স্টিমিং সেবাদাতা এ্যাপ নেটফ্লিক্স আর একই খাতের চীনা প্রতিদ্বন্দ্বী এ্যাপ আইকিউয়াই-কে পাশাপাশি রেখেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×