ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘাতক বাসচালককে কারাগারে পাঠানো হলো

প্রকাশিত: ০৫:৪৮, ৯ জুলাই ২০১৮

 ঘাতক বাসচালককে কারাগারে পাঠানো হলো

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুর চিড়িয়াখানা সড়কে বাসের ধাক্কায় বিইউবিটি শিক্ষার্থী সৈয়দ মাসুদ রানা(২৩) নিহত হওয়ার ঘটনায় দিশারী পরিবহনের চালক মোঃ হানিফ ওরফে মুন্নাকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহআলী থানার এসআই অনুস কুমার সরকার। শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী এসআই। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৫ জুলাই হানিফের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মাসুদ রানা মিরপুর চিড়িয়াখানা সড়কে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজির (বিইউবিটির) বিবিএ’র ৩০তম ব্যাচের ছাত্র ছিলেন। তার বাড়ি মিরপুরের দক্ষিণ বিসিল এলাকায়। গত ২ জুলাই সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসার পথে চিড়িয়াখানা সড়কের ঈদগাহ মাঠ মোড়ে দিশারী পরিবহনের একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় দ্রুত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) নেয়ার পর চিকিৎসকেরা মাসুদকে মৃত ঘোষণা করেন। মাসুদ রানা নিহতের ঘটনায় গত ২ জুলাই তার বাবা সৈয়দ জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে শাহ আলী থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ৪ জুলাই ভোরে লক্ষ্মীপুর জেলায় নিজ বাড়ি থেকে হানিফকে গ্রেফতার করে পুলিশের দারুস সালাম জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল।
×