ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রেলে সাময়িক বরখাস্তের জের

চট্টগ্রামে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর

প্রকাশিত: ০৫:৪৫, ৯ জুলাই ২০১৮

 চট্টগ্রামে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনা ঘটেছে চট্টগ্রামে। রেলের পূর্বাঞ্চলীয় সদর দফতর সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংয়ের (সিআরবি) সীমানা প্রাচীরের ভেতরে থাকা বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের চট্টগ্রাম সদর দফতর শাখায় এ ঘটনা ঘটে। শাখা অফিসের দেয়ালে টাঙ্গানো এসব ছবি নামিয়ে ইচ্ছাকৃতভাবে ভাঙ্গার অভিযোগ উঠেছে রেল শ্রমিক লীগের অলী উল্ল্যাহ সুমনের বিরুদ্ধে। রবিবার দুপুর পৌনে দুটার দিকে এ ঘটনা ঘটিয়েছে চীফ কমার্শিয়াল ম্যানেজার/পূর্ব এর দফতরের সাময়িক বরখাস্ত হওয়া রেল কর্মচারী ও এসিআই/সদর মোহাম্মদ অলী উল্লাহ ওরফে সুমন ও তার সহোদর চীফ ইঞ্জিনিয়ার দফতরের ইউডিএ বশির উল্লাহসহ ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ দল। এদিকে, রেলে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পদোন্নতি, অবৈধ নিয়োগ, একই পরিবারের ৬জন রেলে চাকরিতে যোগদানসহ নানা কারণে দুদকে সুমনের বিরুদ্ধে কয়েকটি অভিযোগের তদন্ত অব্যাহত আছে।
×