ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেয়ার নির্দেশ

প্রকাশিত: ০৫:৪৩, ৯ জুলাই ২০১৮

১৫ দিনের মধ্যে  তদন্ত রিপোর্ট দেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামের লোহাগাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে ভূমিষ্ঠ শিশু মৃত্যুর ঘটনা ১৫ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে স্বাস্থ্য সচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে জন্ডিস উপদ্রুত এলাকায় চট্টগ্রাম ওয়াসার পানিতে হেপাটাইটিস ই ভাইরাস আছে কি না, তা পরীক্ষা করতে কমিটি গঠন করে প্রতিবেদন দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে উক্ত আদালত। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এসব আদেশ প্রদান করে। স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে ভূমিষ্ঠ হওয়া শিশুর মৃত্যুর ঘটনা ১৫ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে স্বাস্থ্য সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মনজিল মোরসেদ। চিকিৎসক আবদুল্লাহ আল মামুনের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান ও নার্স ছায়া চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোঃ আমিরুল হক। ওয়াসার পানি পরীক্ষার নির্দেশ ॥ জন্ডিস উপদ্রুত এলাকায় চট্টগ্রাম ওয়াসার পানিতে হেপাটাইটিস ই ভাইরাস আছে কি না- তা পরীক্ষা করতে কমিটি গঠন করে প্রতিবেদন দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোঃ আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। একই সঙ্গে সম্প্রতি জন্ডিসে আক্রান্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ কেন দেয়া হবে নাÑ তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। আদালতে রিট আবেদনের পক্ষে রিটকারী আইনজীবী ব্যারিস্টার মহিউদ্দিন মোঃ হানিফ (ফরহাদ) নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
×