ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাসিক নির্বাচন

প্রচারে এগিয়ে লিটন, ঢিমেতালে চলছে বুলবুলের কার্যক্রম

প্রকাশিত: ০৫:৪০, ৯ জুলাই ২০১৮

 প্রচারে এগিয়ে লিটন, ঢিমেতালে চলছে বুলবুলের কার্যক্রম

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ আগামীকাল মঙ্গলবার থেকেই সিটি ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে ভোটের মাঠের প্রচারে নামতে এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ও বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। দলীয় প্রতীক আগে থেকে নিশ্চিত হওয়ায় মঙ্গলবার থেকেই পোস্টার, লিফলেট হাতে নামবেন তারা। এরই মধ্যে প্রচারে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন। ঢিমেতালে চলছে বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের ঘরোয়া প্রচার। প্রতীক বরাদ্দ না পাওয়ায় প্রচারপত্র ছাপানোর কাজে নামতে পারেননি স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচন কমিশন বলছে, প্রতীক বরাদ্দের আগে প্রচারপত্র ছাপানোর সুযোগ নেই। নির্বাচন কমিশনে দাখিল করা ঢ-ফরম অনুযায়ী, এবারের নির্বাচনে খায়রুজ্জামান লিটন দেড় লাখ পোস্টার, এক লাখ লিফলেট এবং ১৫ লাখ হ্যান্ডবিল ছাপবেন। অন্যদিকে বুলবুলের ৬০ হাজার পোস্টার ১০ লাখ লিফলেট এবং ৩ লাখ হ্যান্ডবিল ছাপবেন বুলবুল। রবিবার দুপুরে নগরীর বিকল্প অফসেট প্রেসের ছাপাখানায় গিয়ে দেখা গেছে, কর্মীরা লিটনের হ্যান্ডবিল ছাপাতে ব্যস্ত। এ পর্যন্ত কি পরিমাণ প্রচারপত্র ছাপানো হয়েছে তা জানাতে রাজি হননি প্রেসের ব্যবস্থাপক ইউসুফ আলী। কবে থেকে প্রচারপত্র ছাপানোর কাজ শুরু হয়েছে তাও জানাতে রাজি হননি তিনি। তবে প্রায় এক সপ্তাহ ধরেই বিরামহীন প্রচারপত্র ছাপানোর কাজ চলছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মী। ভর বর্ষায় ভোট। বৃষ্টি থেকে পোস্টার বাঁচাতে লেমিনেটিং করছেন প্রার্থীরা। নগরীর নিউমার্কেট উপহার সিনেমা হল এলাকার মতিন লেমিনেশন হাউসে মেয়র প্রার্থী লিটনের নৌকা প্রতীকের পোস্টার লেমিনেটিং হচ্ছে। সেখানে গিয়ে প্রেসকর্মীদের বক্তব্যের সত্যতা পাওয়া গেল। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবদুল মতিন বলেন, এ পর্যন্ত খায়রুজ্জামান লিটনের ৪০ হাজার পোস্টার লেমিনেটিং করা হয়েছে। সপ্তাহখানেক সময় ধরেই চলছে কাজ। তিনি বলেন, বুলবুলের ১০ হাজার ধানের শীষের পোস্টার এলেও সেগুলো ১০ জুলাইয়ের আগে লেমিনেটিং হচ্ছে না। এদিকে নগর ভবন সংলগ্ন প্রভাত প্রিন্টিং প্রেস এ্যান্ড পাবলিকেশনের ছাপাখানায় চলছে ধানের শীষের প্রচারপত্র ছাপার কাজ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আমিনুল ইসলাম বলেন, দুদিন ধরে তারা বুলবুলের প্রচারপত্র ছাপাচ্ছেন। এ দুদিনে ৩০ হাজার পোস্টার এবং ৫০ হাজার হ্যান্ডবিল ছাপার কাজ শেষ হয়েছে। লিটনের পক্ষে ঐকমত্য হচ্ছে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ ॥ আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও রাসিক নির্বাচন ঘিরে নানাভাবে মানুষের সমর্থন পাচ্ছেন লিটন। এরই মধ্যে নির্বাচনে অংশ নেয়া জাতীয় পার্টির প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে আওয়ামী লীগের প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের পক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন। এছাড়া রাসিকের কর্মকর্তা-কর্মচারীরাও লিটনের পক্ষে আওয়াজ তুলেছেন। নগরীর বিভিন্ন পেশাজীবীদের পক্ষ থেকেও লিটনকে সমর্থন দিয়েছে। এদিকে রবিবার সকাল থেকে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সাহেব বাজার, আলুপট্টি ও কুমারপাড়া এলাকায় এ কুশল বিনিময় করেন তিনি। বুলবুলের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে বিএনপি ॥ দেরিতে হলেও অবশেষে ভোটের মাঠে নেমেছেন বুলবুল। বিএনপির নেতা মিজানুর রহমান মিনু ও নগর সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের কাঁধে ভর করে বিভিন্ন কর্মিসভায় অংশ নিচ্ছেন তিনি। এসব কর্মিসভায় বিএনপিকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ৩০ জুলাই নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে নেতাকর্মীদের তাগিদ দেয়া হচ্ছে। দলীয় কর্মিসভায় বুলবুল আরো একবার সুযোগ চেয়ে আগামী দিনগুলো রাজশাহীবাসীর সেবক হিসেবে সুখ, দুঃখে সঙ্গে পাশে থাকার অঙ্গীকার করছেন। ইতোমধ্যে তারা থানা পর্যায়ে বুলবুলের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠন শুরু করেছেন।
×