ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহ ও ঝিনাইদহে বন্দুকযুদ্ধে ৩ মাদক কারবারি নিহত

প্রকাশিত: ০৫:১৭, ৯ জুলাই ২০১৮

  ময়মনসিংহ ও ঝিনাইদহে বন্দুকযুদ্ধে ৩ মাদক কারবারি নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ ঝিনাইদহ ও ময়মনসিংহে বন্দুকযুদ্ধে তিন মাদক কারবারি নিহত হয়েছে। এর মধ্যে ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন এবং ময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়। এসব ঘটনায় র‌্যাব ও পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও গুলির খোসা। রবিবার ভোরে এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত হয়েছে। রবিবার ভোরে শহরের পবহাটি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলো উদয়পুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও শহরের বাঘাযতিন সড়কের রহিম বক্সের ছেলে সাজ্জাদুল ইসলাম (৪২)। এ ঘটনায় র‌্যাবেরও দুই সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শূটার গান, ৫৫ বোতল ফেনসিডিল ও ১৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত রাজ্জাকের বিরুদ্ধে ১টি অপহরণ মামলাসহ ৬টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও সাজ্জাদুলের বিরুদ্ধে ৮টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। র‌্যাব-৬ ঝিনাইদহের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ জানান, ঝিনাইদহ শহরের পবহাটি এলাকায় একটি বাড়িতে মাদক কারবারিরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল রাতে সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মোটরসাইকেলযোগে পালানোর সময় র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সে সময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। আধাঘণ্টা বন্দুকযুদ্ধ চলার পর ঘটনাস্থল থেকে সাজ্জাদুর রহমান ও আব্দুল রাজ্জাককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণনা করেন। এ সময় গুলিতে র‌্যাবেরও দুই সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শূটার গান, ৫৫ বোতল ফেনসিডিল ও ১৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহতরা পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। ময়মনসিংহ ॥ ঈশ্বরগঞ্জে আঠারবাড়ি তেলুয়ারি গ-িমোড় সড়কে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ফারুক মিয়া(৩১) নামে এক মাদক কারবারি নিহত হয়েছে। শনিবার রাত সোয়া ২ টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় পুলিশের এসআই সাফায়েতসহ ৩ সদস্য আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবা, ৭টি গুলির খোসা, ১টি রামদা ও ১টি মোবাইল সেট উদ্ধার করেছে। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ কবীর জানান, নিহত ফারুকের নামে মাদকের ১১ মামলা রয়েছে। মাদক ভাগাভাগি হচ্ছে এমন খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও আঠারবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ যৌথভাবে এই অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও গুলি বর্ষণ করে। এসময় পুলিশও পাল্টা গুলি চালানোর এক পর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ ফারুক মিয়াকে পুলিশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যালের জরুরী বিভাগে নিয়ে আসে। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক এ সময় ফারুক মিয়াকে মৃত ঘোষণা করে। ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারি গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র ফারুক মিয়া।
×