ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংসদে স্থানীয় সরকারমন্ত্রী

১১ সিটি কর্পোরেশনে বকেয়া হোল্ডিং ট্যাক্স ৭২০ কোটি টাকা

প্রকাশিত: ০৫:১৬, ৯ জুলাই ২০১৮

  ১১ সিটি কর্পোরেশনে বকেয়া হোল্ডিং ট্যাক্স ৭২০ কোটি টাকা

সংসদ রিপোর্টার ॥ বাংলাদেশে বর্তমানে ১১টি সিটি কর্পোরেশন রয়েছে। এই ১১টি সিটি কর্পোরেশনে বকেয়া হোল্ডিং ট্যাক্সের পরিমাণ ৭১৯ কোটি ৯৩ লাখ। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সর্বাধিক ২৪০ কোটি ৭২ লাখ টাকা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে ২০৩ কোটি ৫৪ লাখ টাকা। কুমিল্লা সিটি কর্পোরেশনে সবচেয়ে কম ৯৭ লাখ টাকার হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার সরকারী দলের সংসদ সদস্য একেএম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ তথ্য জানান। মন্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষে প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। মন্ত্রী জানান, বকেয়া এই বিপুল পরিমাণ হোল্ডিং ট্যাক্স আদায়ে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অর্থবছরের প্রারম্ভে প্রতিটি হোল্ডিংয়ে বিলবহি প্রেরণ করা হয়েছে। এরপর নোটিস, তাগিদ নোটিস প্রেরণসহ মাঠ পর্যায়ের কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণের মাধ্যমে সংশ্লিষ্ট খেলাপী করদাতাগণের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ অব্যাহত রয়েছে। বকেয়া পরিশোধ করার জন্য মাইকিং, লিফলেট বিতরণ ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করে খেলাপী করদাতাগণকে অনুরোধ করা হয়েছে। তিনি জানান, বকেয়া কর আদায়ের লক্ষ্যে বিভিন্ন প্রকার তাগিদ নোটিস ও ক্রোকের নোটিস বিলি করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে হোল্ডিং ট্যাক্স বাবদ বকেয়া আদায়ে কঠোর মনিটরিং করা হচ্ছে। বড় বড় খেলাপীদের ওয়ার্ড ভিত্তিক তালিকা প্রণয়ন করে হোল্ডিং ট্যাক্স আদায়ে সহযোগিতা চেয়ে ওয়ার্ড কাউন্সিলর বরাবর তালিকা প্রেরণ করা হয়েছে। সরকারী দলের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ইতোমধ্যে সারাদেশে ৪৮৪টি উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম নিজস্ব অনলাইন সফটওয়্যারের মাধ্যমে চলমান রয়েছে এবং অবশিষ্ট উপজেলায় নিজস্ব অনলাইন সফটওয়্যারের মাধ্যমে পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম শীঘ্রই চালু করা হবে। সরকার দলীয় অপর সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আয়তন ও জনসংখ্যা ঘনত্বের বিবেচনায় রাজধানী ঢাকায় ৩০ নগর পরিকল্পনাবিদ প্রয়োজন। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১ জন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১ জন মোট দুই জন পরিকল্পনাবিদ কর্মরত আছেন। নগর পরিকল্পনাবিদের প্রয়োজন অনুযায়ী পদ সৃষ্টির কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। জাসদের বেগম লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, দেশের অধিকাংশ মানুষ এখনও ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল। ভবিষ্যতে ভূ-গর্ভস্থ পানির উৎসের ওপর চাপ হ্রাস করতে সরকার ভূ-উপরিস্থ পানির উৎস ব্যবহারের বিষয়ে অধিক গুরুত্ব দিচ্ছে। সরকার প্রাকৃতিক জলাধার পুনঃরুদ্ধার, পুকুর খনন, হাওড় ও জলাশয়ের পানি ব্যবহারের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। আশা করা যায়, ২০২১ সালের মধ্যে ৭০ ভাগ ভূ-পৃষ্ঠস্থ পানি আর ৩০ ভাগ ভূ-উপরিস্থ পানির উৎসের ওপর নির্ভর নিশ্চিত করে ঢাকাবাসীর মধ্যে পানি সরবরাহ করা হবে।
×