ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইরান নিয়ে একই ভুলের পুনরাবৃত্তি করছে যুক্তরাষ্ট্র ॥ রন পল

প্রকাশিত: ০৪:৪৪, ৯ জুলাই ২০১৮

  ইরান নিয়ে একই  ভুলের পুনরাবৃত্তি  করছে যুক্তরাষ্ট্র ॥  রন পল

যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেসম্যান ও প্রেসিডেন্ট প্রার্থী রন পল বলেছেন, ইরানকে নিয়ে তার দেশ একই ভুলের পুনরাবৃত্তি করছে। তিনি বলেন, ১৯৫৩ সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থান এবং কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী মুজাহিদিন খালক সংস্থাকে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করা ছিল যুক্তরাষ্ট্রের জন্য বড় রকমের ভুল। খবর ওয়েবসাইট। রন পল বলেন, মুজাহিদিন খালক ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করছে তার অর্থ হচ্ছে ইসরাইল, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সেখানে কাজ করছে। শনিবার লিবার্টি রিপোর্ট শো নামে একটি অনুষ্ঠানে রন পল এসব কথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, সন্ত্রাসী এই গোষ্ঠী বিভিন্ন দেশের সরকারের সমর্থন পাচ্ছে। রন পল বলেন, মুজাহিদিন খালক প্রায়ই তার ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করে এবং পাঠকদের তারা স্মরণ করিয়ে দেয় যে, ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের বাথ পার্টির সঙ্গে তাদের যোগাযোগ ছিল।
×