ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পিকেকে গেরিলাদের নির্মূল করতে উত্তর ইরাকে অভিযান চলবে ॥ এরদোগান

প্রকাশিত: ০৪:৪৩, ৯ জুলাই ২০১৮

  পিকেকে গেরিলাদের নির্মূল করতে উত্তর ইরাকে অভিযান চলবে ॥ এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান কুর্দী গেরিলাদের নির্মূলের অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) গেরিলাদের সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত ইরাকের উত্তরাঞ্চলে সামরিক অভিযান অব্যাহত রাখবে আঙ্কারা। তিনি বলেন, আামাদের সীমান্ত থেকে সন্ত্রাসীদের সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত আমরা থামব না। কান্দিল পার্বত্যাঞ্চল থেকে পিকেকে সন্ত্রাসীদের উৎখাত না করা পর্যন্ত সামরিক অভিযান চলবে। তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস এ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদীয় দলের এক বৈঠকে শনিবার এরদোগান এসব কথা বলেন। এদিকে তুর্কী সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর ইরাক ও তুরস্কের মারদিন প্রদেশে বিমান হামলায় পিকেকের অন্তত আট গেরিলা মারা গেছে। -ওয়েবসাইট
×