ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিষ্ঠাবার্ষিকীতে নাটুকের দুই দিনব্যাপী আয়োজন

প্রকাশিত: ০৪:৪০, ৯ জুলাই ২০১৮

 প্রতিষ্ঠাবার্ষিকীতে নাটুকের দুই দিনব্যাপী আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ ‘সুন্দরের চর্চায়-মানবতার গান গাই’ এই স্লেøাগানকে সামনে রেখে আজ থেকে ১১ বছর আগে প্রতিষ্ঠিত হয় তারুণ্যনির্ভর নাট্য সংগঠন নাটুকে। আগামী ১২ জুলাই বৃহস্পতিবার নাট্যদলটি ১২ বছরে পদার্পণ করতে যাচ্ছে। এ উপলক্ষে ১২ ও ১৩ জুলাই দুই দিনব্যাপী এক বর্ণাঢ্য নাট্য আয়োজন করতে যাচ্ছে তারুণ্যোদ্দীপ্ত নাট্যদল নাটুকে। রাজধানীর বেইলি রোডের নাটক সরণির মহিলা সমিতি ভবনের ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ‘এক যুগে-নাটুকে’ শিরোনামে বিশেষ কর্মসূচী হাতে নিয়ে নাট্যদলের কর্মীরা। কর্মসূচীর মধ্যে রয়েছে নাট্যকর্মী মিঠুর কিডনি ট্রান্সপ্ল্যান্টেশনে সাহায্যার্থে নাটক প্রদর্শনী, ‘নাটুকে প্রণোদনা পদক-২০১৮’ এবং আলোচনা অনুষ্ঠান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ্যাডভোকেট সানজিদা খানম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- আইটিআইএর সম্মানিক সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার, সাবেক রাষ্ট্রদূত ওয়ালি উর রহমান, শিল্পী সবিহ উল আলম, নাট্যজন লাকী ইনাম, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ কামালউদ্দিন, শিল্পী কামাল পাশা চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ এবং নাট্যজন খোরশেদুল আলম। ১২ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় বিশ্বখ্যাত নাট্যকার মলিয়্যের রচিত, অরূপ রুদ্র রূপান্তরিত, অসীম দাশ নির্দেশিত দর্শক নন্দিত কমেডি নাটক ‘বিয়ে বিড়ম্বনা’ নাটকের ১০০তম প্রদর্শনী হবে। শুক্রবার ১৩ জুলাই, সন্ধ্যা ৭ টায়, মার্ক ক্যামোলতি রচিত আল নোমান অনূদিত ও নির্দেশিত নাটুকের আরেকটি দর্শকপ্রিয় কমেডি নাটক ‘ঠাকুর ঘরে কে রে...!’ নাটকের ৫০তম প্রদর্শনী হবে। নাটক দুটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আল নোমান, হান্নান সাগর, মনি, শ্যামল, মেরিন, খোকন, সজীব, মুন, মাহবুব,পল্লব ও আরিফ। প্রদর্শনী শেষে উপস্থিত অতিথিরা কিডনি রোগাক্রান্ত ফরহাদ হোসাইন মিঠুর হাতে সংগৃহীত অর্থ প্রদান করবেন।
×