ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শতাধিক বিষধর সাপ উদ্ধার

প্রকাশিত: ০৪:৩৮, ৯ জুলাই ২০১৮

 শতাধিক বিষধর সাপ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৮ জুলাই ॥ রবিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের রেজাউল করিমের বাড়ি থেকে ছোট-বড় তিন প্রজাতির শতাধিক বিষধর সাপ উদ্ধার করে এলাকাবাসী। এলাকাবাসী, পারিবারিক সূত্রে জানা গেছে, কলাগাছিয়া গ্রামের রেজাউল করিমের বাড়ির আশেপাশে প্রায়ই বিষধর সাপের চলাচল চোখে পড়ত স্থানীয়দের। স্থানীয় কয়েকজন যুবক সাপের চলাচল লক্ষ্য করে দেখে রেজাউল করিমের বাসায় সাপের দল বাসা বেঁধেছে। এরপর রেজাউলের বাসার মেঝের একটি অংশ ভাঙ্গা হলে বিষধর সাপগুলোর দিকে চোখ পড়ে স্থানীয়দের। পরে স্থানীয়রা ফ্লোরের আরও কিছু অংশ ভেঙ্গে শতাধিক বিষধর সাপ উদ্ধার করে। পরে সেগুলো মেরে ফেলে স্থানীয়রা।
×