ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে আহত নারীর মৃত্যু

প্রকাশিত: ০৪:৩৮, ৯ জুলাই ২০১৮

 আড়াইহাজারে  আহত নারীর  মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত রোজিনা আক্তার (৩৮) রবিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল দুইয়ে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দুর্গম নদী বেষ্টিত কালাপাহাড়িয়া মধ্যারচর গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় সুজন (৩০) নামে এক যুবক নিহত হয়। আহত হয় আরও ১০ জন। এদিকে সুজন নিহত হওয়ার ঘটনায় সুজনের ভাই রবি মিয়া বাদী হয়ে বাবুল, কবির, হযরত আলীসহ ৩১ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যায় উপজেলার কালাপাহাড়িয়া মধ্যারচর এলাকায় চাই দিয়ে মাছ ধরা নিয়ে ওই এলাকার মোঃ সুজনের সঙ্গে একই এলাকার হযরত আলীর সঙ্গে বাগ্বিত-ার জের ধরে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ঘটে। এ সময় দু’পক্ষের লোকজন ধারালো অস্ত্র টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। দু’পক্ষের সংঘর্ষে মোঃ সুজন নিহত। আহত হয় নিহত সুজনের ভাই বাবুল, রোজিনা, শফিকুল, হাসান, চাচা স্থানীয় মেম্বার লিটন, আছমা, হযরত আলী, আবুল হাসানসহ ১০ জন আহত হয়।
×