ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাভারে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল শিল্প পুলিশের

প্রকাশিত: ০৪:৩৬, ৯ জুলাই ২০১৮

 সাভারে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল শিল্প পুলিশের

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৮ জুলাই ॥ দুটি বাসের ওভারটেকিং প্রতিযোগিতায় দায়িত্বরত অবস্থায় প্রাণ গেল ২০ বছরের তরুণ আশুলিয়া শিল্প পুলিশের কনস্টেবল উইলিয়াম মার্টির। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও পুলিশ ঘাতক বাসটি জব্দ করে। রবিবার সকাল পৌনে ৭টায় বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকার ‘মেডলার এ্যাপারেলন্স লিমিটেড’ নামক পোশাক কারখানার শিল্প পুলিশ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, এদিন সকালে ওই কারখানার গেটের সামনে দায়িত্ব পালন করছিল উইলিয়াম মার্টি। এ সময় ‘আন্তরিক ক্লাসিক’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস একই পরিবহনের অপর একটি বাসকে ওভারটেকিং করার সময় উইলিয়াম মার্টিকে চাপা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে ঘাতক বাসটি আটক করতে সমর্থ হয়। তবে এর চালক পালিয়ে যায়। . জয়পুরহাটে শ্রমিক নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট থেকে জানান, বালু বোঝাই একটি ট্রাক্টর উল্টে রুবেল হোসেন (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরের দিকে জয়পুরহাট সদর উপজেলার দুর্গদহ বাজারের বামনপাড়া এলাকায় করিমের বালুর খালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল উপজেলার পাথুরিয়া গ্রামের আব্দুল হামিদের পুত্র।
×