ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাথায় জোড়া লাগা যমজ শিশু ॥ বিপর্যস্ত পরিবার

প্রকাশিত: ০৪:৩৪, ৯ জুলাই ২০১৮

  মাথায় জোড়া লাগা যমজ  শিশু ॥ বিপর্যস্ত  পরিবার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৮ জুলাই ॥ শেরপুরে মাথা জোড়া লাগা যমজ শিশুর জন্ম হয়েছে। শনিবার সকালে শহরের মাধবপুরস্থ ফ্যামিলি নার্সিং হোমে স্থানীয় চাপাতলী এলাকার গরিব রিক্সাচালক রুবেল মিয়ার স্ত্রী রেহেনা বেগম (২১) মাথা জোড়া লাগা ওই যমজ কন্যা শিশুর জন্ম দেন। এ নিয়ে দু’দিন ধরে শহরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হওয়ায় ওই ক্লিনিকে বাড়ছে উৎসুক দর্শনার্থীদের ভিড়। অন্যদিকে ওই মাথা জোড়া লাগা যমজ শিশুর চিকিৎসা নিয়ে চিন্তায় বিপর্যস্ত হয়ে পড়েছে পরিবার। চিকিৎসকদের মতে, কেবল উন্নত দেশ ছাড়া এ ধরনের চিকিৎসা ক্ষেত্রে সফলতা খুব একটা সম্ভব নয়। আর দেশে সম্ভব হলেও প্রয়োজন হবে অনেক অর্থের। রবিবার দুপুরে জেলা শহরের ফ্যামিলি নার্সিং হোমে গিয়ে দেখা যায়, দোতলার একটি কক্ষের বেডে অবস্থান করছে মা রেহেনা বেগমসহ মাথা জোড়া লাগা যমজ শিশু দুটি। শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক ও তারা পুরোটাই সুস্থ দেখালেও কেবল ব্যতিক্রম তাদের মাথায়। খোঁজ নিতেই পাওয়া যায় রেহানা বেগমের স্বামী রুবেল মিয়া ও বাবা আমিনুল ইসলামসহ তাদের কয়েকজন স্বজনকে। তারা জানান, কয়েকদিন আগে শিশু দু’টির মাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর রেহেনার গর্ভে এমন শিশু রয়েছে জানতে পেরে সেখানকার চিকিৎসকরা তাকে চিকিৎসা দিতে গড়িমসি করলে রেহেনাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ফেরত এনে শেরপুরের ফ্যামিলি নার্সিং হোমে ভর্তি করানো হয়। ওই নার্সিং হোমের স্বত্বাধিকারী ও জেলা বিএমএ’র সভাপতি ডাঃ এম এ বারেক তোতা বিস্তারিত জেনে ওই নারীর সিজারিয়ান অপারেশন করানোর প্রস্তুতি নেন। পরে গাইনী বিশেষজ্ঞ ডাঃ আব্দুল গণি সিজারের মাধ্যমে সফলভাবে কোন ধরনের জটিলতা ছাড়াই ওই মাথা জোড়া লাগা যমজ নবজাতককে ভূমিষ্ঠ করাতে সক্ষম হন।
×