ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেবাচিমের আইসিইউ ইউনিটে অগ্নিকান্ড

প্রকাশিত: ০৪:৩৩, ৯ জুলাই ২০১৮

 শেবাচিমের আইসিইউ  ইউনিটে  অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসা কেন্দ্র শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেবাচিমে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি না হলেও রোগী ও স্বজনদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পরেছিল। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে আটটার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের পূর্ব দিকের দ্বিতল ভবনের নিচ তলার আইসিইউ ইউনিটের দক্ষিণ প্রান্তে থাকা অপারেশন থিয়েটারের কক্ষে বৈদ্যুতিক এ্যারজাস্ট ফ্যান থেকে আগুনের সূত্রপাত ঘটে। ধোঁয়া ও আগুন দেখে হাসপাতালের কর্মচারীরা ৯৯৯ এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসের সহয়তা চান। সল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কক্ষটি তালাবদ্ধ থাকায় এবং চাবিতে কোন চিহ্ন না থাকায় তালা খুলতে কিছুটা বিলম্ব ও বিড়াম্বনায় পড়তে হয়েছে। নীলফামারী স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, বৈদ্যুতিক সর্টসার্কিটের আগুনে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। রবিবার ভোর সাড়ে ৬টায় জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের চাপানী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর সাড়ে ৬টার কীটনাশক বিক্রেতা আব্দুর রাজ্জাকের দোকান থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। দ্রুত আগুনে লেলিহান শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ওই বাজারের দুইটি হোটেল, দুইটি টেইলার্স, একটি মুদির দোকান ও একটি কম্পিউটারের দোকান সহ ৭টি দোকান পুড়ে যায়। . গাইবান্ধা নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট হাটে মহিলা মার্কেটে রবিবার ভোরে এক অগ্নিকা-ের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলা মার্কেটে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠে এবং তা দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়ি এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে ১২টি দোকান পুড়ে যায়। অগ্নিকান্ডে ১২টি দোকানের ইলেকট্রিক সামগ্রী, ওষুধপত্র, মোবাইল সেটসহ অন্য মালামাল পুড়ে যায়। এতে ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় অর্ধকোটি টাকা।
×