ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:৩১, ৯ জুলাই ২০১৮

   নেত্রকোনায় স্ত্রী হত্যার  দায়ে স্বামীর  যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৮ জুলাই ॥ স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বাক্ষী সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড দেয়া হয়। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ কেএম রাশেদুজ্জামান রাজা মামলাটির রায় ঘোষণা করেন। দন্ডিত আসামি সাইফুল ইসলামের বাড়ি সদর উপজেলার সিংহেরবাংলা ইউনিয়নের ফরিদপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল হাই মিয়া। জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে সাইফুল ইসলাম গত বছরের ২৮ আগস্ট সন্ধ্যায় ফরিদপুর গ্রামের নয়ন মিয়ার পুকুর পাড়ে তার স্ত্রী রুমা আক্তারকে কুপিয়ে হত্যা করে। হত্যার পর আবার সে নিজেই গিয়ে নেত্রকোনা মডেল থানায় আত্মসমর্পণ করে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরদিন নিহতের ভাই মোমেন মিয়া বাদী হয়ে সাইফুল ইসলামকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেন।
×