ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইয়ের ওপর হামলা

প্রকাশিত: ০৪:৩০, ৯ জুলাই ২০১৮

 উত্ত্যক্তের প্রতিবাদ  করায় ভাইয়ের ওপর হামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ছোট বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটে ও তার সহযোগীরা হামলা চালিয়ে ভাইকে পিটিয়ে গুরুতর আহত করেছে। আহত সাইদুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার ঘটনাটি ঘটেছে জেলার মুলাদী উপজেলার দক্ষিণ পশ্চিম মুলাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে। চরকালেখান ইউনিয়ন পরিষদের সদস্য আবু সালেহ সিকদার জানান, দক্ষিণ গাছুয়া গ্রামের ফকর উদ্দিন ঢালীর পুত্র জুবায়ের হোসেনের নেতৃত্বে তার সহযোগী বখাটেরা দীর্ঘদিন থেকে পূর্ব হোসনাবাদ ডিগ্রী কলেজ ও গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। তিনি আরও জানান, জুবায়ের একই গ্রামের আব্দুর রব ওরফে রতন ঘরামীর পুত্র সাইদুর রহমানের চাচাত বোন ও পূর্ব হোসনাবাদ কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীকে দীর্ঘদিন থেকে যৌন হয়রানি করে আসছে। বিষয়টি জানতে পেরে সাইদুর এ ঘটনার প্রতিবাদ করেন। এ নিয়ে জুবায়ের ও তার ভাই শাওনের সঙ্গে শুক্রবার বিকেলে বাগ্বিত-া হয়। আহত সাইদুর রহমান জানান, শনিবার বিকেলে তিনি মুলাদী থেকে মোটরসাইকেলযোগে বরিশালের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে দক্ষিণ পশ্চিম মুলাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে জুবায়েরের নেতৃত্বে তার ৫/৬ জন সহযোগীরা পথরোধ করে তাকে বেধরক মারধর করে আহত করে। একপর্যায়ে হামলাকারীরা তার সঙ্গে থাকা ১২ হাজার টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় আহত সাইদুর রহমানের বাবা আব্দুর রব ওরফে রতন ঘরামী বাদি হয়ে জুবায়েরসহ ছয়জনকে আসামি করে মুলাদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার ওসি জিয়াউল আহসান জানান, অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
×