ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আমতলীতে ছাত্র হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৪:২৯, ৯ জুলাই ২০১৮

 আমতলীতে ছাত্র  হত্যায় জড়িতদের গ্রেফতার  দাবি

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৮ জুলাই ॥ আমতলী উপজেলার গেরাবুনিয়া গ্রামের জাফর সিকদারের শিশুপুত্র রাশেদুল হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। উপজেলার মুন্সির হাট বাজারে রবিবার সকাল ১০টায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে। জানা গেছে, উপজেলার গেরাবুনিয়া গ্রামের পল্লী চিকিৎসক জাফর শিকদারের ছেলে ও রহমগঞ্জ হামেদিয়া দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র রাশেদুল। শিশু রাশেদুল এ বছর ৩ মে বিকেলে গরুর জন্য ঘাস কাটতে বাবরা বাড়ির খালের পাড়ে যায়। ঘাস কাটতে গিয়ে আর বাড়ি ফিরেনি। রাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে পায়নি। ৪ মে ওই খালের কচুরিপানার মধ্যে কাঁদার ভেতরে পোতা তার (রাশেদুল) মরদেহ পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় শিশুর বাবা জাফর সিকদার বাদী হয়ে হারুন সিকদারকে প্রধান আসামি করে ১৩ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জাহাঙ্গীর সিকদার ও মাসুম সিকদারকে গ্রেফতার করে। গত রবিবার আসামি জাহাঙ্গির সিকদার ও মাসুম হাইকোর্টের আদেশ জামিনে বের হয়। জামিনে বের হয়ে মামলার বাদী জাফর সিকদারকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেয়। এ ঘটনায় আসামিদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে রবিবার এলাকাবাসী ও শিশুটির সহপাঠীরা মুন্সির হাট বাজারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। ইউপি সদস্য আবুল হোসেন তালুকদারের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, জাফর সিকদার, শাহীন খাঁন ও আলমগীর সিকদার প্রমুখ।
×