ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১৫ বছর পর খায়েরের সন্ধান মিলল সাতক্ষীরায়

প্রকাশিত: ০৪:২৯, ৯ জুলাই ২০১৮

 ১৫ বছর পর খায়েরের  সন্ধান মিলল সাতক্ষীরায়

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ১৫ বছর আগে নিখোঁজ এক বৃদ্ধকে সাতক্ষীরা থেকে উদ্ধার করা হয়েছে । দীর্ঘ পনেরো বছর আগে এক বিকেলে চা পানের কথা বলে হুট করে বাড়ি থেকে বেরিয়ে যান ৫৫ বছর বয়স্ক আবুল খায়ের সরকার। স্থানীয়ভাবে যাকে সবাই লনু মিয়া বলে চেনেন। ২ ছেলে ও ৫ মেয়ে সন্তানের জনক লনু মিয়া মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। তবে তার আচরণের মধ্যে পাগলামির তেমন কোন নমুনা ছিল না। চা পানের কথা বলে সেই যে তিনি বেরিয়ে গেলেন আর বাড়ি ফেরেননি। এরপর তিনি কোথায় ছিলেন তা আর কারও জানা ছিলনা। রবিবার স্বজনরা তাকে শনাক্ত করেন। পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকার চা বিক্রেতা নুর ইসলাম জানান, মাস তিনেক আগে স্থানীয় সাইকেল মিস্ত্রি গাউসের দোকানের সামনে বৃদ্ধ লোকটাকে অচেতন অবস্থায় তিনি পড়ে থাকতে দেখেন। পরে তিনি তাকে তুলে তার বাড়ির পাশে মসজিদের নিকট থাকতে দেন। স্থানীয়দের সহায়তায় তিনি অপিরিচিত এই লোকটাকে খাইয়েছেন। পরে বাঁশ ও কাঠ দিয়ে তার থাকার জন্য একটা জায়গাও করে দেন । বহু চেষ্টার পর এক পর্যায়ে তিনি কিছুটা সুস্থ হলে তার কাছ থেকে তার পরিচয় জানা সম্ভব হয়। পরে তার ঠিকানা সংগ্রহ করে তিনি গণমাধ্যমকর্মীদের কাছে সরবরাহ করেন। নুর ইসলামের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে একজন সংবাদ কর্মী মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশের সঙ্গে যোগাযোগের মাধ্যমে খোঁজ মেলে লনু মিয়ার পরিবারের। তার একটি কান বোচা দেখেই নিশ্চিত হওয়া যায়, ইনিই সেই হারিয়ে যাওয়া লনু মিয়া। লনু মিয়ার ছোট ভাই শাহ আলম বলেন, সাংবাদিক দাদার কাছ থেকে ভাইয়ের খবর জানতে পেরে তাৎক্ষণিকভাবে স্বল্প প্রস্তুতি নিয়েই তারা বাড়ি থেকে বের হয়ে পড়েন।
×