ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খন্দকার ইসমাইলের বিশেষ ম্যাগাজিন ‘স্মাইল শো’

প্রকাশিত: ০৭:৪২, ৮ জুলাই ২০১৮

খন্দকার ইসমাইলের বিশেষ ম্যাগাজিন ‘স্মাইল শো’

স্টাফ রিপোর্টার ॥ দেশের প্রথম স্যাটেলাইট টিভি এটিএন বাংলা ২২তম বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছে। এই আনন্দ এবং ফুটবল বিশ্বকাপ ২০১৮-এর আনন্দের সঙ্গে দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে সাজানো হয়েছে এবারের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্মাইল শো’। খন্দকার ইসমাইলের উপস্থাপনা ও পরিচালনায় বর্ণাঢ্য আলো ঝলমলে সেটে জমকালো পরিবেশনা আর ব্যতিক্রমী সব আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের বিশেষ ‘স্মাইল শো’। নির্মল বিনোদনের পাশাপাশি শিক্ষা, সমাজসেবা আর দেশপ্রেমের প্রেরণা যোগায় ‘স্মাইল শো’। ‘স্মাইল শো’র এবারের আকর্ষণ জনপ্রিয় ব্যান্ডসঙ্গীত তারকা আইয়ুব বাচ্চু। দেশের প্রথম বেসরকারী চ্যানেল এটিএন বাংলা মানেই নিত্যনতুন অনুষ্ঠান। ১৯৯৭ সাল থেকে প্রায় দুই যুগের মতো সময় ধরে টিভি দর্শকের কাছে সবচেয়ে প্রিয় এটিএন বাংলার বিশেষ নাটক আর ম্যাগাজিন অনুষ্ঠানগুলো। এই চ্যানেলে প্রচার হয়েছে অসংখ্য কালজয়ী অনুষ্ঠান। এই চ্যানেলটির হাত ধরেই অনেক মেধাবী পরিচালক, অভিনেতা-অভিনেত্রী ও কলা-কুশলী ও প্রযোজক পেশাদারি জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। তাই এটিএন বাংলার বর্ষপূর্তি অনেকের কাছে আনন্দের। এটিএন বাংলার ২২তম বর্ষে পদার্পণ উপলক্ষে নির্মিত ‘স্মাইল শো’ অনুষ্ঠানের বিশেষ গানে কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী রাফাত, আয়শা মৌসুমি, সুজন আরিফ ও নূরজাহান আলীম। বর্তমানে সময়ে সবখানে জনপ্রিয় হওয়া ‘অপরাধী’ গানটি পরিবেশন করবে ব্যান্ড চন্দ্রবিন্দু। বিশ^কাপ মানেই রক্তচাপ আর স্নায়ুর চাপ, এই ফুটবল বিশ^কাপ নিয়ে দর্শকদের একটু বেশি আনন্দ দিতে বিশ^কাপের বিভিন্ন বিষয় যেমন ‘বিতর্ক নাম্বার সাত বাই চার’, ‘দর্শক কেন আসামি’, ‘দল বাদলের বিশ^কাপ’, ‘বিশ^কাপ ২০২২ প্রস্তুতি’ বিষয়ে নির্মাণ করা হয়েছে বিভিন্ন হাস্যরসাত্মক স্কিট। এসব স্কিটে অভিনয় করেন মাহবুবুর রহমান টনি, জাহিদ শিকদার, আশরাফ কবির, লিটন খন্দকার, হায়দার আলী, তারিকুজ্জামান তপনসহ আরও অনেকে। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন সজল আমিন, প্রযোজনায় আসলাম শিকদার ও সমন্বয়কারী আরিফুল ইসমলাম। ‘স্মাইল শো’ প্রচার হবে আগামী ১৪ জুলাই শনিবার রাত ১১টায়।
×