ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গত সপ্তাহে পিই রেশিও বেড়েছে

প্রকাশিত: ০৭:১০, ৮ জুলাই ২০১৮

গত সপ্তাহে পিই রেশিও বেড়েছে

গত সপ্তাহে কিছুটা পতনে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারের লেনদেন। পতন হলেও সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৪.৯৫ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৫.০৪ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই বেড়েছে ০.০৯ পয়েন্ট বা ০.৫৯ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ১১.৬৯ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ১৯.২৮ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৮.১৫ পয়েন্টে, প্রকৌশলী খাতের ১৭ পয়েন্টে, বীমা খাতের ৯.৫৭ পয়েন্টে, বস্ত্র খাতের ১৭.২৮ পয়েন্টে, বিবিধ খাতের ১৯.২৬ পয়েন্টে, খাদ্য খাতের ২০.০৯ পয়েন্টে, চামড়া খাতের ২৩.৬৬ পয়েন্টে, সিমেন্ট খাত ৩৬.৪৪ পয়েন্টে এবং বিদ্যুত ও জ্বালানি খাত ১৩.৮৬ পয়েন্টে অবস্থান করছে। -অর্থনৈতিক রিপোর্টার চার কোম্পানির বোনাস বিওতে জমা পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হবে আজ রবিবার। সন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- ঢাকা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক এবং সিটি ব্যাংক লিমিটেড। সূত্র জানায়, কোম্পানিগুলোর শেয়ার রবিবার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হবে। ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ঢাকা ব্যাংক সাড়ে ১২ শতাংশ বোনাস, আইএফআইসি ব্যাংক ১২ শতাংশ বোনাস, সোস্যাল ইসলামী ব্যাংক ১০ শতাংশ বোনাস এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×