ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রকৌশল খাতে আগ্রহ বাড়ছে

প্রকাশিত: ০৭:০৯, ৮ জুলাই ২০১৮

প্রকৌশল খাতে আগ্রহ বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ৩৪টি কোম্পানির মধ্যে ৩৩টি কোম্পানি জুন ক্লোজিং এবং ১টি কোম্পনি ডিসেম্বর ক্লোজিং। ডিসেম্বর ক্লোজিং কোম্পানিটি হলো সিঙ্গার। জুন ক্লোজিং কোম্পানিগুলোর অর্থবছর সমাপ্ত হওয়ায় কোম্পানিগুলোর লভ্যাংশ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে ইতোমধ্যে হিসাব-নিকাশ শুরু হয়েছে। ইতোমধ্যে বেশি মুনাফার কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক বাড়তে শুরু করেছে। আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে মাত্র ৪টি কোম্পানি শেয়ার প্রতি ৫ টাকার বেশি মুনাফা করেছে। কোম্পানিগুলো হলো- আরএসআরএম, বিবিএস ক্যাবলস, ইফাদ অটোস ও আরএসআরএম লিমিটেড। কোম্পানিগুলোর মধ্যে বিএসআরএম শেয়ার প্রতি মুনাফা করেছে ৬.৩১ টাকা, বিবিএস ক্যাবলস ৫.৮৪ টাকা, আরএসআরএম ৫.৫৮ টাকা এবং ইফাদ অটোস ৫.৪০ টাকা। এদিকে শেয়ার প্রতি ৩ টাকার বেশি মুনাফা করেছে ৩টি কোম্পানি। কোম্পানিগুলো হলো- বিএসআরএম স্টিল ৩.১৮ টাকা, রংপুর ফাউন্ড্রি ৩.০৪ টাকা ও নাভানা সিএনজি ৩.০১ টাকা। অন্যদিকে ২ টাকার বেশি মুনাফা করেছে ৬টি কোম্পানি। কোম্পানিগুলো হলো- মুন্ন স্ট্যাফলার্স ২.৯৫ টাকা, নাহি এ্যালুমিনিয়াম ২.৩৮ টাকা, আফতাব অটোমোবাইল ২.২৪ টাকা, ওয়েস্টার্ন মেরিন শিফইয়ার্ড ২.১৪ টাকা, রেনউইক যজ্ঞেশ্বর ২.০৮ টাকা এবং বিডি ল্যাম্প ২.০৭ টাকা। কোম্পানিগুলোর মধ্যে ২০১৭ সালে ইফাদ অটো লভ্যাংশ দিয়েছে ২১ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস, আরএসআরএম ৫ শতাংশ ক্যাশ ও ১৭ শতাংশ বোনাস, বিএসআরএম ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস এবং বিবিএস কেবল ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস। এর মধ্যে ২০১৭ সালে তালিকাভুক্ত নতুন কোম্পানি বিবিএস কেবল মুনাফায় প্রবৃদ্ধি এবং প্রথম বছরে ঘোষিত লভ্যাংশের কারণে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে রয়েছে। প্রকৌশল খাতের শীর্ষ মুনাফার কোম্পানিগুলোর মধ্যে মূল্য আয় অনুপাতের (পিই রেশিও) দিক থেকে রয়েছে- আরেএসআএম ৮.৭৯, বিবিএস ক্যাবলস ১০.০৯, ওয়েস্টার্ন মেরিন শিফইয়ার্ড ১০.৭৯, বিএসআরএম ১১.৬১, নাহি এ্যালুমিনিয়াম ১৫.০৯, ইফাদ অটোস ১৫.৪৩, বিএসআরএম স্টিল ১৬.৫৭, নাভানা সিএনজি ১৭.৭৪ আফতাব অটোমোবাইল ১৮.১১, বিডি ল্যাম্প ২৩.০৮, রংপুর ফাউন্ড্রি ৩৮.৫৬ ও মুন্নু স্ট্যাফলার্স ৮৫৩.৬৮।
×