ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন ও সূচক উভয়ই কমেছে

প্রকাশিত: ০৭:০৯, ৮ জুলাই ২০১৮

পুঁজিবাজারে লেনদেন ও সূচক উভয়ই কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ১৩.৭০ শতাংশ। অবশ্য ব্যাংক হলিডের কারণে গত সপ্তাহে এক কার্যদিবস উভয় বাজারে লেনদেন কম হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহে বসুন্ধরা পেপারের প্রথম লেনদেন শুরু হয়। মূলত গত সপ্তাহে এই কোম্পানিকে ঘিরেই লেনদেন বেশি হয়েছে। চারদিনে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কোম্পানিটির। নতুন কোম্পানি হওয়ার কারণে অবশ্য কোম্পানিটি সূচকে তেমন কোন প্রভাব রাখতে পারেনি। জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে মোট ৩ হাজার ৫৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর আগের সপ্তাহে লেনদেন হয় ৩ হাজার ৫৪১ কোটি টাকার। সেই হিসাবে সমাপ্ত সপ্তাহে লেনদেন কমেছে ৪৮৫ কোটি টাকা বা ১৩.৭০ শতাংশ। গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮২ দশমিক ২১ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৬ দশমিক ১৩ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১০ দশমিক ৭৩ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৯৩ শতাংশ। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে দশমিক ৮০ শতাংশ বা ৪৩.১৮ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক কমেছে ১ দশমিক ৭১ শতাংশ বা ৩৩ দশমিক ৪৯ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ২০ শতাংশ বা ২ দশমিক ৪৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৩টি কোম্পানির। আর দর কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বসুন্ধরা পেপার, আরএসআর স্টিল, ইউনাইটেড পাওয়ার, মুন্নু সিরামিক, আলিফ ইন্ডাস্ট্রিজ, প্রাইম টেক্সটাইল, বেক্সিমকো, ফরচুন সুজ, প্যারামাউন্ট টেক্সটাইল ও লিগ্যাসি ফুটওয়ার। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : লিগ্যাসি ফুটওয়ার, ড্রাগন সোয়েটার, আজিজ পাইপ, তসরিফা ইন্ডাস্ট্রিজ, প্যাসিফিক ডেনিম, বিডি অটোকার, ইউনাইটেড পাওয়ার, এএমসিএল (প্রাণ), এইচ আর টেক্সটাইল ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : পিপলস লিজিং, স্ট্যান্ডার্ড সিরামিক, মডার্ন ডাইং, মাইডাস ফাইনান্স, ফার্মা এইড, নদার্ন জুট, হাক্কানী পাল্প, সোনালি আঁশ ও জেএমআই সিরিঞ্জ। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২৭৬ কোটি টাকার শেয়ার। সার্বিক সূচক কমেছে দশমিক ৩২ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টি কোম্পানির। আর দর কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।
×