ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফরাসী ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিলেন ইতালিয়ান কিংবদন্তি গোলরক্ষক

৪০-এ দেশ ছাড়লেন বুফন!

প্রকাশিত: ০৭:০৭, ৮ জুলাই ২০১৮

৪০-এ দেশ ছাড়লেন বুফন!

স্পোর্টস রিপোর্টার ॥ বয়স ৪০। ক্যারিয়ার ২৩ বছরের। প্রায় দুই যুগে কখনোই দেশের বাইরে যাননি জিয়ানলুইজি বুফন। এবার বুড়ো বয়সে ফরাসী ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিলেন কিংবদন্তি ইতালিয়ান গোলরক্ষক! নেইমার, এডিসন কাভানি, এ্যাঞ্জেল ডি মারিয়াদের সতীর্থ হলেন আধুনিক ফুটবলে দুই যুগের সাক্ষী এ তারকা ফুটবলার। ‘প্যারিস সেইন্ট জার্মেইর মতো ক্লাবে যোগ দেয়া অসাধারণ এক অনুভূতি। ক্যারিয়ারে প্রথমবারের মতো ইতালির বাইরের কোন ক্লাবে খেলতে যাচ্ছি। আমার একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে, সেজন্যই এই ক্লাবে এসেছি।’ প্যারিসে স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন বুফন। তাকে দলে নেয়ায় ক্লাব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন বুফন, ‘আমার প্রতি বিশ্বাস রাখায় ক্লাব এবং ক্লাবের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই। গত কয়েক বছর ধরে এই ক্লাবের খেলা অনুসরণ করায় আমি জানি তাদের লক্ষ্য কী এবং আমাকে কি করতে হবে।’ চল্লিশোর্ধ বুফন এক বছরের জন্য পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। মূলত উয়েফা চ্যাম্পিয়নস লীগের ম্যাচগুলোয় লীগ ওয়ান চ্যাম্পিয়নদের গোলবার সামলানোর দায়িত্ব নিতেই এই ক্লাবে এসেছেন। ২৩ বছরের ফুটবল ক্যারিয়ারে এই প্রথমবারের মতো ইতালির বাইরের কোন ক্লাবে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে পিএসজি। বুফনের সঙ্গে পিএসজির চুক্তি ১ বছরের। ইতালির জাতীয় দলের হয়ে ১৭৬ ম্যাচ খেলা এই গোলরক্ষকের জন্য পরবর্তী মৌসুমে এই চুক্তি বাড়ানোরও সুযোগ থাকছে। বর্ষীয়ান তারকা গোলরক্ষক সম্পর্কে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা সবাই মনে করি, পিএসজি পরিবারে বুফনকে পাওয়া আমাদের জন্য গর্বের ব্যাপার। আমরা তাকে স্বাগত জানাচ্ছি।’ পিএসজিতে যাওয়া নিয়ে বুফন যেমন একদিকে উচ্ছ্বসিত, তেমনই আবেগী হয়ে পড়ছেন প্রথমবারের মতো দেশের বাইরের কোন ক্লাবে খেলার কারণে। তার ভাষ্য, ‘ক্যারিয়ারে এই প্রথম আমার দেশের বাইরে খেলছি। কিছু আশা আমাকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে উৎসাহ দিয়েছে।’ বুফনকে পিএসজিতে আসার বিষয়ে সব ধরনের সহযোগিতা করেছেন ক্লাবের সভাপতি নাসের আল-খেলাইফি। তিনিই মূলত বুফনকে ক্লাবটিতে যাওয়ার প্রস্তাব দেন। খেলাইফি বলেন, ‘৪০ বছর বয়সেও ফুটবলের ব্যাপারে বুফনের আগ্রহ সেই শুরুর মতোই। আমাদের ক্লাবে তার অভিজ্ঞতা কাজে লাগানোর আদর্শ সুযোগ পাবে। ক্লাবের অন্য গোলরক্ষকরাও তার কাছ থেকে শিখতে পারে।’ ৫ বার বিশ্বকাপ খেলা ও ২০০৬ সালে ইতালির বিশ্বকাপজয়ী দলের সদস্য বুফন ক্লাব ফুটবলেও তারকা। এখন পর্যন্ত ক্যারিয়ারে ৯ বার জুভেন্টাসের হয়ে ইতালিয়ান লীগ সিরিএ ও চারবার ইতালিয়ান কাপ জিতেছেন তিনি।
×