ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারানেকে নিয়ে উচ্ছ্বসিত দেশম

প্রকাশিত: ০৭:০৫, ৮ জুলাই ২০১৮

ভারানেকে নিয়ে উচ্ছ্বসিত দেশম

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রান্সের রক্ষণদুর্গের অতন্দ্র প্রহরী রাফায়েল ভারানে। রক্ষণদুর্গে প্রতিপক্ষের যিনি আতঙ্ক। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে যিনি সিদ্ধহস্ত। ফ্রান্স রক্ষণদুর্গে প্রতিপক্ষের ফুটবলাররা গোল করবেন, তা যেন ভারানে থাকতে সম্ভবই নয়। রক্ষণদুর্গের মূল দায়িত্বটা যে তার কাঁধেই। একেবারে রক্ষণদুর্গের মাঝখানটা যে তিনিই সামলান। ফ্রান্স গ্রুপ পর্বে ১ গোল খেয়েছে। নকআউট পর্বে খেয়েছে ৩ গোল। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ফেলেছে ফ্রান্স। এখন খেলবে সেমিফাইনালে। মঙ্গলবার বেলজিয়ামের বিপক্ষে শেষ চারে লড়াই করবে ফ্রান্স। বেলজিয়ামের বিপক্ষে রক্ষণদুর্গ নিয়েই চিন্তিত ফ্রান্স। আর সেখানে ভরসার পাত্র ভারানে। ফ্রান্স কোচ দিদিয়ের দেশম তাই তো ভারানের ওপরই ভরসা রাখছেন। তাকে নিয়ে উচ্চাশাও করেছেন। উচ্ছ্বসিতও হয়েছেন। ভারানেকে নিয়ে দেশম বলেছেন, ‘আমি ভারানেকে নিয়ে অনেক খুশি।’ সঙ্গে যোগ করেন, ‘সে চার বছরের অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার। সে এখন অনেক পরিপক্ব ফুটবলার। সে এখন অনেক জানে।’ রিয়াল মাদ্রিদে খেলেন ভারানে। রিয়াল মাদ্রিদে স্বর্ণসময়ের পথযাত্রী। টানা তিনবার চ্যাম্পিয়ন্স লীগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সঙ্গী ছিলেন ভারানে। ২০১১-১২ মৌসুম থেকে রিয়াল মাদ্রিদের রক্ষণদুর্গের ভরসা ভারানে। তিনি ফ্রান্সের রক্ষণদুর্গেরও ভরসা। ২০১৩ সাল থেকে ফ্রান্সের হয়ে খেলছেন। ২০১৪ সালের বিশ্বকাপে প্রথম খেলেন। কিন্তু তখন অভিজ্ঞও ছিলেন না। পরিপক্বও ছিলেন না। এখন ভারানে অনেক পরিপক্ব একজন ফুটবলার। তার ওপর কোচ দেশমের পূর্ণ ভরসাও আছে। উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে তো ঝলকও দেখান। ভারানে ‘হেড’ করায় বিখ্যাত। প্রতিপক্ষ শিবিরের বল রক্ষণদুর্গে উড়ে আসতেই ‘হেড’ করে উড়িয়ে দেন ভারানে। সেই ‘হেডে’ই উরুগুয়ের বিপক্ষে প্রথম গোলটি করে ফ্রান্সকে এগিয়ে দেন ভারানে। শেষ পর্যন্ত ফ্রান্স ২-০ গোলে জিতে সেমিফাইনালেও উঠে যায়। ২০০৬ সালের বিশ্বকাপের পর আবারও সেমিফাইনালে উঠে ফ্রান্স। দল যেভাবে এগিয়ে চলছে, তাতে ফাইনালেও উঠে যেতে পারে ফ্রান্স। চ্যাম্পিয়ন হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটিতে খুবই কঠিন পরীক্ষায় পড়তে হবে ফ্রান্সকে। বেলজিয়ামের খেলা যে দুর্দান্ত। ফুটবলারদের গতি যে অসাধারণ। গোল করাতেও যে ফুটবলাররা পারদর্শী। আর এখানেই ভারানেকে বেশি করে স্মরণ হচ্ছে ফ্রান্সের। ভারানেই যে বেলজিয়ামের ফুটবলারদের গোল থেকে বিরত রাখতে পারবেন। তিনি তা করতে পারলেই যে ফ্রান্সের সেমিফাইনালে জেতার সম্ভাবনাও উজ্জ্বল হবে। তাই ভারানেকে নিয়েই সবাই আলোচনা করছে এখন। ফ্রান্স কোচ দেশমও ভারানের ওপরই নির্ভরশীল হচ্ছেন। তাকে নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করছেন।
×