ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অপয়া রাশিয়া!

প্রকাশিত: ০৭:০৪, ৮ জুলাই ২০১৮

অপয়া রাশিয়া!

জিএম মোস্তফা ॥ শুরু থেকেই একের পর এক চমক উপহার দিয়েছে রাশিয়া বিশ্বকাপ। এবারের আসরের গ্রুপপর্ব থেকেই ছিটকে পড়ে মিসর, ইরান কিংবা টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির মতো দল। শেষ ষোলোতেও নাটকীয়তায় ভরপুর ছিল ২০১৮ বিশ্বকাপ। বর্তমান বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসির আর্জেন্টিনা কিংবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকেও ধরে রাখতে পারেনি বিশ্বকাপের ২১তম আসর। রোমাঞ্চকর আর নাটকীয় ফুটবল উপহার দিয়েছে রাশিয়া বিশ্বকাপের শেষ আটও। শুক্রবার উরুগুয়ের পর বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও। অথচ, ফেবারিটের তকমাটা গায়ে মেখেই রাশিয়া বিশ্বকাপের মিশন শুরু করেছিল জার্মানি, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের মতো দল। কিন্তু একে একে বিদায় নিয়েছে সকলেই। রাশিয়া এবার গ্রুপপর্বেই হতাশ করেছে জার্মান সমর্থকদের। বর্তমান চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও প্রথম রাউন্ড থেকে ছিটকে গেছে জোয়াকিম লোর দল। গ্রুপপর্বে দুই হার এক ম্যাচে ড্র করে ‘এফ’ গ্রুপের তলানীতে থেকে মিশন শেষ করেছে গোজেম-মুলাররা। ৮০ বছর পর এবারই প্রথম বিশ্বকাপের শেষ ষোলোর টিকেট কাটতে ব্যর্থ হয়েছে তারা। সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে মিসর-ইরানও। রোমাঞ্চকর এই বিশ্বকাপের শেষ ষোলোতেও দেখা গেছে নাটকীয়তা। দারুণ খেলেও যেখান থেকে বিদায় নিয়েছে ইউরো-বিশ্বকাপ-ইউরোজয়ী স্পেন। স্নায়ুক্ষয়ী ম্যাচে স্বাগতিকদের কাছে টাইব্রেকারে ৪-৩ গোলে হার মানে লা রোজারা। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে বর্তমান বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসির আর্জেন্টিনা আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালও। তাও আবার একই রাতে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নেন মেসি-রোনাল্ডোরা। দুই সুপারস্টারের এমন বিদায়ে বিশ্বের কোটি কোটি ভক্তের মতো হতাশ হয়েছেন ইংলিশ ফুটবল তারকা গ্যারি নেভিলে। মোট ১০ বার বর্ষসেরা এই দুজনের বিদায়কে রাশিয়া বিশ্বকাপের ‘লজ্জা’ বলে মন্তব্য করেছেন তিনি। নেভিলে বলেন, মেসি ও রোনাল্ডো বিহীন বিশ্বকাপ খুবই লজ্জার। আগামী ২০২২ বিশ্বকাপে মেসি-রোনাল্ডোর বয়স যথাক্রমে ৩৫ ও ৩৭ বছর হয়ে যাবে। যদি তারা বিশ্বকাপে খেলেও, তবুও কি এখনকার মতো ভয়ঙ্কর থাকবে? এই প্রশ্ন রেখেছেন নেভিলে। মেসি-রোনাল্ডো-ইনিয়েস্তাদের পর শুক্রবার সেই পথে হেঁটেছে নেইমার-কুতিনহোদের ব্রাজিলও। বেলজিয়ামের কাছে হেরে ২০১৮ বিশ্বকাপের শেষ আট থেকেই বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেলেসাওদের বিদায়ের পর নতুন এক ইতিহাস রচনা করল রাশিয়া বিশ্বকাপ। সেমিফাইনালের আগেই ফুটবলের সবচেয়ে বড় আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা এবং জার্মানি। বিশ্বকাপের সুদীর্ঘ ইতিহাসে এবারই প্রথম সেমিফাইনালে খেলছে না ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা জার্মানির কেউ! ১৯৩০ সাল থেকে শুরু হয়েছিল বিশ্বকাপ। এরপর থেকে টুর্নামেন্টের সব আসরের সেমিফাইনালেই খেলেছে জার্মানি, আর্জেন্টিনা অথবা ব্রাজিল। কিন্তু এবারই প্রথম টুর্নামেন্টের শেষ চারে এই তিন দলের কাউকেই পাচ্ছে না এই বিশ্বকাপ। যে কারণেই রাশিয়াকে ‘অপয়া’ বলে মনে করছেন ফুটবলবোদ্ধার অনেকেই। তবে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল আর দুবারের শিরোপাজয়ী আর্জেন্টিনা কিংবা টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি না থাকলেও রাশিয়া বিশ্বকাপ কিন্তু রং হারায়নি এতটুকু। বরং এখনও বিশ্বকাপকে বর্ণিল করে তুলেছে স্বাগতিক রাশিয়া, ক্রোয়েশিয়া, ফ্রান্স কিংবা বেলজিয়ামের মতো দল। এবারের আসরে দুর্দান্ত খেলেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় রাশিয়া। ইতিহাসে প্রথমবারের মতো শেষ আটে জায়গা করে নেয় তারা। রাশিয়া বিশ্বকাপের শুরু থেকেই চমকপ্রদ পারফর্মেন্স উপহার দিয়ে একযুগ পর আবারও বিশ্বকাপের ফাইনাল খেলার পথে দিদিয়ের দেশমের দল। এবারের আসরে অপ্রতিরোধ্য এমবাপে-গ্রিজম্যানরা। গ্রুপপর্বের চ্যাম্পিয়ন হয়ে প্রথম রাউন্ডের বাধা অতিক্রম করা ফরাসীরা শেষ ষোলো আর কোয়ার্টার ফাইনালে বিদায় করেছে যথাক্রমে লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী দুই দল আর্জেন্টিনা আর উরুগুয়েকে। যে কারণেই এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে ভাবা হচ্ছে জিদান-প্লাতিনির উত্তরসূরিদের। তবে সেই পথে তাদের সামনে বড় বাধা এখন বেলজিয়াম। শেষ ষোলোয় জাপানের বিপক্ষে নাটকীয় জয় পেলেও কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ম্যাচেই নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে রবার্তো মার্টিনেজের দল। হট ফেবারিট ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েই শেষ চারে জায়গা করে নিয়েছে হ্যাজার্ড-লুকাকুরা।
×