ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে ১৬ ফুট লম্বা অজগর আটক

প্রকাশিত: ০৬:৪৭, ৮ জুলাই ২০১৮

ফরিদপুরে ১৬ ফুট লম্বা অজগর আটক

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৭ জুলাই ॥ মধুখালীতে ১৬ ফুট লম্বা এবং ৩০ কেজি ওজনের একটি অজগর সাপ আটক করেছে গ্রামবাসী। শুক্রবার রাত দুটার দিকে গাজনা ইউনিয়নের বড়াইল গ্রামের কৃষক আকরাম মৃধার বাড়ির কাছে সড়ক থেকে এ বিশাল আকৃতির সাপটি ধরা হয়। অজগরটি ওই বাড়িতে একটি খাঁচায় আটক করে রাখা হয়েছে। সাপটি দেখার জন্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ ভিড় করছে কৃষক আকরাম মৃধার বাড়িতে। তবে বিশাল আকৃতির এ অজগর সাপটি কোথা থেকে এসেছে তা কেউ বলতে পারছেন না। কৃষক আকরাম হোসেন জানান, তিনি শুক্রবার রাত ২টার দিকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে তার পুরাতন বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে একটি বাগানের পাশে রাস্তার ওপর বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান। তিনি গ্রামের লোকজন ডেকে বস্তার মধ্যে আটক করে বাড়ি এনে একটি কাঠের খাঁচার মধ্যে ঢুকিয়ে রাখেন। বিশাল আকৃতির একটি অজগর সাপ ধরা পড়ার খবর জানাজানি হয়ে গেলে শনিবার সকাল থেকেই আকরামে বাড়িতে উৎসাহী জনতার ঢল নামে। ফরিদপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্ত মোঃ মহিউদ্দিন বলেন, শনিবার দুপুর দেড়টার দিকে মধুখালী ইউএনওর কাছ থেকে সাপটি বুঝে নেয় বন বিভাগ। তিনি বলেন, সাপটি শনিবার রাতে ফরিদপুর সদরের গঙ্গাবর্দীর বন বিভাগের তত্ত্বাবধানে রাখা হবে। রবিবার সকালে অজগরটি বন্য প্রাণী সংরক্ষণ খুলনা বিভাগীয় কর্মকর্তার কাছে হস্থান্তর করা হবে।
×