ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মা-বাবাকে মারধর ॥ রায়পুরে যুবলীগ নেতা বহিষ্কার

প্রকাশিত: ০৬:৪৬, ৮ জুলাই ২০১৮

মা-বাবাকে মারধর ॥ রায়পুরে যুবলীগ নেতা বহিষ্কার

নিজস্ব সংবাদদাতা, রায়পুুর, লক্ষ্মীপুর, ৭ জুলাই ॥ রায়পুর উপজেলায় মা, বাবা ও বোনকে মারধর করার অপরাধে যুবলীগ নেতা আব্দুল কাহার সেলিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আব্দুল কাহার সেলিম কেরোয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ও মোল্লারহাট এলাকার তাজুল ইসলামের ছেলে। শনিবার জেলা যুবলীগের সভাপতি একেএম সালাউদ্দিন টিপুর নির্দেশে উপজেলা যুবলীগের আহ্বায়ক মঞ্জুর হোসেন সুমন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। জানা যায়, গত ৪ জুলাই নিজের জাতীয় পরিচয়পত্র খুঁজে না পেয়ে বাবা তাজুল ইসলামকে বেধড়ক মারধর করে মারাত্মক জখম করেন যুবলীগ নেতা আব্দুল কাহার সেলিম। এভাবে প্রায়ই সে মা-বাবার গায়ে হাত তুলত। বিচার চেয়ে ছেলের বিরুদ্ধে রায়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাজুল ইসলাম। অভিযোগের ভিত্তিতে আব্দুল কাহার সেলিমকে পুলিশ আটক করে এবং ভবিষ্যতে মারধর করবে না মর্মে থানায় মুচলেকা দিলে তাকে ছেড়ে দেয়া হয়। এ খবর গণমাধ্যমে প্রকাশ হয়ে পড়লে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জোরালো হয়। শাহজালালে যাত্রীর কাছ থেকে সোয়া কেজি সোনা জব্দ স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমনাবন্দরে ক’জন যাত্রীর কাছ থেকে সোয়া এক কেজি সোনা জব্দ করা হয়েছে। শুক্রবার গভীর রাতে শুল্ক গোয়েন্দার সদস্যরা মালয়েশিয়া থেকে আসা একে-৭১ ফ্লাইটে যাত্রীদের শরীর তল্লাশি করে এ সোনার সন্ধান পায়। জানা গেছে, আটক যাত্রীরা গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে যাচ্ছিল। তাদের জুতা ও শরীরের মধ্যে স্বর্ণবারগুলো লুকানো ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে ওই বিমানযোগে স্বর্ণ চোরাচালান হবে। তবে কোন যাত্রীর কাছ পাওয়া যাবে তার সঠিক তথ্য না পাওয়ায় গ্রিন চ্যানেলে অবস্থান গ্রহণ করে। জব্দকৃত সোনার মূল্য ৫৭ লাখ ২০ হাজার টাকা। আটককৃত পণ্য ও যাত্রীর বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৭ জুলাই ॥ জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হাউদা গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে শনিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে রাব্বি (৭) নামে এক শিশুর মৃত্যু হযেছে। এলাকাবাসী জানায়, উপজেলার গোয়ালকারী গ্রামের দুলালউদ্দীনের ছেলে রাব্বি শুক্রবার একই উপজেলার হাউদা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে গ্রামের কয়েক শিশুসহ পুকুরে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়।
×