ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাসপোর্টসহ আটক ৫ রোহিঙ্গাকে ক্যাম্পে হস্তান্তর

প্রকাশিত: ০৬:৪৬, ৮ জুলাই ২০১৮

পাসপোর্টসহ আটক ৫ রোহিঙ্গাকে ক্যাম্পে হস্তান্তর

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ভূয়া ঠিকানায় পাসপোর্ট করে বিদেশ পাড়ি দেয়ার সময় দর্শনা চেকপোস্টে আটক ৫ রোহিঙ্গাকে দামুডহুদা মডেল থানা পুলিশ শনিবার বিকেলে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠিয়েছে। শুক্রবার দুপুরে ওই পাঁচ রোহিঙ্গা ভারতে যাবার জন্য দর্শনা চেকপোস্টে পৌঁছে। তাদের কথাবার্তা শুনে ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে ওই রোহিঙ্গাদের দামুডহুদা মডেল থানায় সোপর্দ করা হয়। বাংলাদেশী পরিচয়ে পাসপোর্ট সংগ্রহ করে কক্সবাজারের কুতুপালং আশ্রয় ক্যাম্প ত্যাগ করে আটক রোহিঙ্গারা দালালের মাধ্যমে ভারতে যেতে চেষ্টা করেছিল। অথচ আটক রোহিঙ্গাদের নামের সঙ্গে পাসপোর্টে উল্লেখ করা নাম ঠিকানার কোন মিল নেই। আটক রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যের নাগরিক হওয়া সত্ত্বেও এক শ্রেণীর দালাল ও পাসপোর্ট অফিসের কতিপয় অসৎ কর্মচারীর সহায়তায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে পাসপোর্ট হাতিয়ে নিয়েছে। তারা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আশ্রিত তালিকাভুক্ত রোহিঙ্গা। অথচ তারা চুয়াডাঙ্গা, মুন্সীগঞ্জ ও ফেনী জেলার ঠিকানায় পাসপোর্ট সংগ্রহ করতে সক্ষম হয়েছে। পাসপোর্ট নিয়ে প্রথমে ভারত ও পরে সেখান থেকে কৌশলে মধ্যপ্রাচ্যে পাড়ি দিতো ওই রোহিঙ্গারা। পাসপোর্টের ঠিকানা দিয়েছে চুয়াডাঙ্গা সদর কেষ্টপুর গ্রামের নুর ইসলামের পুত্র সাকার, (পাসপোর্ট নং ঊঞ-০৫৯৯০৪৮), মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি আড়িয়াল বাজার গ্রামের আবদুল জলিলের পুত্র সাদেক (পাসপোর্ট নং ইঞ-০৬০৯৮৮০), আবদুল জলিলের পুত্র আয়াল (পাসপোর্ট নং ইঞ-০৬০৯৭৭১), টঙ্গীবাড়ি গ্রামের নুর ইসলামের পুত্র আমিন (পাসপোর্ট নং ইঞ-০৫৩৪৬৯২) ও ফেনী জেলার দাগনভূইয়া সামাসপুর গ্রামের হারুনের পুত্র হারেশ পাসপোর্ট নং ইজ-০১৮১০০৩২)।
×