ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে সড়ক ও ট্রেন দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৬:৪৬, ৮ জুলাই ২০১৮

রাজধানীতে সড়ক ও ট্রেন দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে সড়ক ও ট্রেন দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় এক যুবক গুরুতর আহত হয়েছে। শনিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল সংলগ্ন সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক আল আমিন আজাদ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় ওই মোটরসাইকেলের আরেক আরোহী নিহতের খালাত ভাই মোস্তাফিজুর রহমান (২৫) গুরুতর আহত হয়েছেন। বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) জানান, ওই মোটরসাইকেলের চালক আল আামিন আজাদ ও অন্য আরোহী মোস্তাফিজুর রহমান গাজীপুরের শ্রীপুর এলাকার বাসিন্দা। দুপুরে তারা মোটরসাইকেলযোগে সেখান থেকে ঢাকায় আসছিলেন। মোটরসাইকেলটি এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের অপরপাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে দু’জনই গুরুতর আহত হয়। পরে তাদেরকে দুপুর ২টার দিকে কুর্মিটোলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। এসআই আরও জানান, নিহতের খালাত ভাই মোস্তাফিজুর রহমানকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে একইদিন বিকেলে পুরানো ঢাকার জুরাইন রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী পথচারী জহির জানান, শনিবার বিকেল ৫টার দিকে ওই যুবক জুরাইন রেলগেট অতিক্রম করছিলেন। এ সময় নারায়ণগঞ্জগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সন্ধ্যা ৬টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জানান, রাতে যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
×