ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৬

প্রকাশিত: ০৬:৪৫, ৮ জুলাই ২০১৮

মৌলভীবাজারে সড়ক  দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৬

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার ৭ জুলাই ॥ সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের মৌলভীবাজার সিলেট সড়কের নাদামপুর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ ৬ জন নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মুখোমুখি সংঘর্ষে যাত্রীসহ সিএনজি চালিত অটোরিক্সা ও প্রাইভেটকার দুমড়ে মুছড়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ যাত্রী ও ২ চালক। আহত হন ৪ জন। সিনজি অটোরিক্সাতে থাকা একই পরিবারে ৪ জন গাড়িচালক ও প্রাইভেটকারের চালকও ঘটনাস্থলে প্রাণ হারান। আহতদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধারে চেষ্টা চালান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। হাসপাতালে পৌঁছালে গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় বাসিন্দারা জানান মৌলভীবাজার থেকে সিলেটগামী প্রাইভেটকার (নং ঢাকা মেট্র-খ-১১-৬৫৭৮) ও অটোরিক্সা (নং মৌলভীবাজার থ-১২২৬৯৭) মৌলভীবাজারগামী একটি সিনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ ঘটে। খবর মৌলভীবাজার মডেল থানা পুলিশ ও মৌলভীবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। নিহতরা হলো শেরপুর গ্রামের জাহাঙ্গীর তালুকদার (৩৮), শাজনা বেগম (২৮), নাহিদ (২৬), খালিসপুরের সাইফ আহমদ (১২), তাজপুরের লায়েছ মিয়া (৩০), করিমপুরের শাহাদাত তালুকদার (২৮)। আহতরা হলেন ইয়াছমিন বেগম, নুরুন নাহার, নূরজাহান, মোস্তাক আহমদ। রূপগঞ্জে বাসের ধাক্কায় পথচারী নিহত ॥ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে আশিয়ান নামে একটি বাসের ধাক্কায় পথচারী নিহত হয়েছে। এ সময় আরও দুজন আহত হয়েছেন। শনিবার সন্ধায় উপজেলা তারাবো এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী ও আহতের নাম পরিচয় পাওয়া যায় নি। কাঁচপুর হাইওয়ে পুলিশের এএসআই নুরুল ইসলাম জানান, ঢাকা থেকে গাউছিয়া আসার পথে তারাবো এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পথচারীর মৃত্যু হয়। এ সময় বাসটি একটি প্রাইভেটকার ও দুটি সিএনজিকে ধাক্কা দিলে এতে দুজন আহত হন।
×