ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিডিয়ার চাপে তথ্যটি প্রকাশ করলেন এক নারী

দুই দশক আগে নারীর সঙ্গে যৌন অসদাচরণ ট্রুডোর

প্রকাশিত: ০৬:২৭, ৮ জুলাই ২০১৮

দুই দশক আগে নারীর সঙ্গে যৌন অসদাচরণ ট্রুডোর

কানাডার সাবেক এক সাংবাদিক শুক্রবার বলেছেন, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রায় দুই দশক আগে তার সঙ্গে যৌন অসদাচরণ করেছিলেন। শুক্রবার তিনি এ তথ্য প্রকাশ করেন। ট্রুডো যখন তার সঙ্গে অশালীন আচরণ করেন তখনও তিনি রাজনীতিতে নামেননি। এএফপি। ওই সাংবাদিক বলেন, গণমাধ্যমের দিক থেকে প্রচ- চাপের মুখে তিনি তথ্যটি প্রকাশ করেছেন। ২০০০ সালের আগস্টে ক্রেস্টন ভ্যালি এ্যাডভান্স সাময়িকী একটি সম্পাদকীয় ছাপে, যাতে ট্রুডোর এক নারীকে যৌন হেনস্থা করার কথা বলা হয়েছিল। রোজ নাইট নামের সাবেক ওই সাংবাদিক এক বিবৃতিতে বলেন, তিনিই ছিলেন ক্রেস্টন ভ্যালি এ্যাডভান্স সাময়িকীর ওপেন আইস সম্পাদকীয়র বিষয়বস্তু। কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন বা সিবিসির কাছে তিনি বিবৃতিটি পাঠিয়েছেন। ঘটনার সময় ট্রুডোর বয়স ছিল ২৮। তিনি তখনও রাজনীতিতে সক্রিয় হননি। এ ঘটনার জন্য তিনি পরে ওই সাংবাদিকের কাছে ক্ষমাও চান। বিবৃতিতে রোজ বলেন, যৌন হয়রানির ঘটনাটি কেবল ওই সম্পাদকীয়তেই প্রকাশিত হয়েছে। ঘটনার পরদিনই ট্রুডো দুঃখ প্রকাশ করেন। তবে বিষয়টি নিয়ে আমি অগ্রসর হইনি। তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে ও পরে তার সঙ্গে আমার আর কোন দেখা হয়নি। সিবিসি জানিয়েছে, রোজ বলেছেন যে তিনি বিষয়টি নিয়ে আর কোন কথা বলতে চান না। নারীবাদী হিসেবে পরিচিতি রয়েছে ট্রুডোর। তিনি ২০০০ সালে ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যের ক্রেস্টন শহরে সঙ্গীত উৎসব চলাকালে এক নারী সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগ সম্পর্কে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেয়ার একদিন পর রোজ ওই বিবৃতিটি প্রকাশ করেন। ট্রুডো বলেছেন, আমার মনে হয় না আমি অন্য কিছু করেছি। তবে আমার ওই আচরণকে কেউ ভিন্নভাবে দেখে থাকতে পারেন। ওই ঘটনা নিয়ে তদন্তে ট্রুডো রাজি আছেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি ওই কথা বলেন। সম্প্রতি তার দল যৌন হয়রানির বিষয়ে জিরো টলারেন্সের নীতি গ্রহণ করেছে। ট্রুডো বিষয়টি নিয়ে আগেও অনেকবার প্রশ্নে সম্মুখীন হয়েছেন। তিনি মনে করেন না তার আচরণ অসঙ্গত ছিল। তিনি মনে করেন সামাজিক দৃষ্টিভঙ্গীও গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক সময় নারীদের সম্পর্কে পুরুষের আচরণ নেতিবাচকভাবে দেখা হয়। পেশাদারি দৃষ্টিকোন থেকে এটি ঠিক নয়।
×