ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে নিখোঁজ তিন পর্যটকের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:০৩, ৮ জুলাই ২০১৮

সীতাকুণ্ডে নিখোঁজ তিন পর্যটকের লাশ উদ্ধার

চট্টগ্রাম অফিস/নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড ॥ সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সাগরে গোসল করতে নেমে নিখোঁজ ৩ পর্যটকের মৃতদেহ উদ্ধার হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে বাঁশবাড়িয়া সাগর উপকূল থেকে নৌবাহিনীর ডুবুরি দল এদের মৃতদেহ উদ্ধার করে। উদ্ধারের পর তিনজনের লাশ সীতাকু- স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, গত শুক্রবার বেলা ৩টার দিকে বাঁশবাড়িয়া সংলগ্ন সমুদ্রে গোসল করতে নেমে সাইফুল (২৪) আলাউদ্দিন (২০) ও ইয়াসিন (১৮) নিখোঁজ হয়। শুক্রবার থেকে নৌবাহিনীর ডুবুরি দলের সদস্যরা সাগর এলাকায় উদ্ধার অভিযান শুরু করে। শনিবার দুপুরে এদের মৃতদেহ পাওয়া যায়। উল্লেখ্য, চট্টগ্রামের মোমিন রোড জামালখান এলাকা থেকে পরিবারসহ ২৩ সদস্যর একটি পর্যটক দল শুক্রবার বেলা আড়াইটার সময় সীতাকু-ের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। এ সময় তারা সাগর পাড়ে খাওয়া শেষে ঘুরাফেরা করেন। বিকেলে ঘোরাফেরার একপর্যায়ে সাইফুল ইসলাম,আলাউদ্দিন ও ইয়াছিন গোসল করতে উত্তাল সমুদ্রে নেমে যায়। এ সময় ভাটার টানে তিনজনেই সাগরে তলিয়ে যায়। এ ঘটনার পরপরেই স্থানীয় লোকজন সাগরে ইঞ্জিন চালিত বোট নিয়ে নিখোঁজ তিনজনকে উদ্ধারে তল্লাশি শুরু করে। পর্যটক নিখোঁজের খবর পেয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ডুবুরিয়া দল ও সীতাকু- ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশগ্রহণ করে। এরপর অংশ নেয় র‌্যাবের ডুবুরি দল। অবশেষে তাদের লাশ উদ্ধার হয়।
×