ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুর্নীতির দায়ে নওয়াজের ১০ বছর জেল

প্রকাশিত: ০৫:৫৫, ৭ জুলাই ২০১৮

 দুর্নীতির দায়ে নওয়াজের  ১০ বছর  জেল

জনকণ্ঠ ডেস্ক ॥ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ১০ বছরের কারাদন্ড দিয়েছে দেশটির আদালত। দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ দিয়ে লন্ডনে চারটি বিলাসবহুল বাড়ির মালিক হওয়ায় নওয়াজকে এ সাজা দেয় হলো। একই সঙ্গে নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছর ও মরিয়মের স্বামী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সফদার আওয়ানকেও এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে। শুক্রবার পাকিস্তানের দুর্নীতি বিরোধী ন্যাশনাল এ্যাকাউন্ট্যাবিলিটি ব্যুরো (এনএবি) আদালত এসব রায় দেয়। এর আগে একই আদালত এ রায় দিতে কয়েকদফা বিলম্ব করেছিল। রায়ে সাজার পাশাপাশি এদের আসন্ন সাধারণ নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। চলতি মাসের ২৫ তারিখ দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে এই রায় মুসলিম লীগ-এনকে বেকায়দায় ফেলবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত বছর সুপ্রীমকোর্টের রায়ে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণার পর পদত্যাগ করেছিলেন নওয়াজ। খবর এক্সপ্রেস ট্রিবিউন, ডন অনলাইন ও এএফপির। শুক্রবার এ ঘোষণার পর পরই লাহোরে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন নওয়াজের ভাই শাহবাজ শরীফ। তিনি বলেন, আমরা আদালতের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। পাকিস্তানের রাজনীতির ইতিহাসে এটি কালো অধ্যায় হয়ে থাকবে। রায়ে নওয়াজকে ১ কোটি মার্কিন (৮০ লাখ পাউন্ড) ডলার জরিমানা করা হয়েছে। নওয়াজের মেয়েকেও জরিমানা করা হয়েছে ২০ লাখ পাউন্ড। সেই সঙ্গে পাক সরকারের পক্ষ থেকে নওয়াজ পরিবারের লন্ডনের সম্পত্তিও জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত। অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন নওয়াজ ও তার মেয়ে মরিয়ম। তাদের অনুপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করে। নওয়াজ ও মরিয়ম দুজনই কোন অপকর্মের কথা অস্বীকার করেছেন এবং তারা রায়ের বিরুদ্ধে আপীল করবেন বলে জানিয়েছেন। নওয়াজ তার বিরুদ্ধে আনা সকল অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। রায়ে স্পষ্ট করে বলা হয়েছে যে, নওয়াজ শরীফ পরিবারের লন্ডনের ওই সম্পত্তি দুর্নীতির মাধ্যমেই অর্জিত। আয়ের চেয়ে বেশি সম্পদের মালিক হওয়ার কারণে শরীফকে ১০ বছর জেল দেয়ার পাশাপাশি এনএবি তদন্তে সহযোগিতা না করার জন্য একই সময়ে এক বছরের সাজা ভোগ করার ঘোষণা দেন বিচারক মোহাম্মদ বশির। আইনজীবী সর্দার মুজাফফর আব্বাসি বলেন, নওয়াজের মেয়ে মরিয়মকে অপরাধে সায় দেয়ার জন্য ৭ বছর এবং অসহযোগিতার জন্য একই সময়ে ১ বছরের জেল খাটার সাজা দেয়া হয়েছে। আর সফদর আওয়ান ১ বছরের সাজা পেয়েছেন এনএবিকে সহযোগিতা না করার জন্য। ২০১৫ সালে পানামা পেপার্স কেলেঙ্কারিতে নওয়াজ শরীফের বিরুদ্ধে অবৈধভাবে যুক্তরাজ্যে সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে। পানামা পেপার্স সূত্রেই প্রকাশ পায়, নওয়াজ শরীফের সন্তানদের এমন কিছু অফশোর কোম্পানির সঙ্গে যোগাযোগ ছিল যাদের লন্ডনে স্থাবর সম্পত্তি আছে। এর মধ্যে ছিল লন্ডনের চারটি বিলাসবহুল ফ্ল্যাট। তবে তার পরিবারের দাবি, আইন মেনেই তারা এসব ফ্ল্যাট কিনেছেন। নওয়াজ শরীফ তিনবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।
×