ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যশোরে হত্যা মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:৩৮, ৭ জুলাই ২০১৮

  যশোরে হত্যা মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ গত ২২ জুন সন্ত্রাসীদের হাতে নিহত যুবলীগ নেতা আরাফাত মুনাফ লিটন হত্যা মামলার আসামি আকাশের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে শহরের শংকরপুর বাবলাতলা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত আকাশের বাড়ি শহরের ঘোপ জেল রোড এলাকায়। তার পিতার নাম মৃত আবদুল কুদ্দুস ঢালী। যশোর কোতোয়ালি থানার পরিদর্শক শামছুজোহা জানান, শহরের শংকরপুর বাবলাতলা এলাকায় দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে বলে তারা খবর পান। সেখানে পুলিশ হাজির হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ ছাড়াও একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি এবং পাঁচটি বোমা উদ্ধার করা হয়। নিহত যুবকের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হয়। শুক্রবার সকালে নিহতের বোন মিনু বেগম হাসপাতালে এসে তার লাশ শনাক্ত করেন। গত ২২ জুন রাতে শহরের ঘোপ সেন্ট্রাল রোডে সন্ত্রাসী আকাশসহ কয়েক যুবক যুবলীগ নেতা লিটনকে ছুরিকাঘাতে হত্যা করে। এই ঘটনায় নিহতের পরিবার থেকে সন্ত্রাসী আকাশসহ ১৫ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
×