ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিশু অধিকার আইনের কার্যক্রম পরিদর্শনে কুমিল্লায় পাঁচ বিচারপতি

প্রকাশিত: ০৫:৩৫, ৭ জুলাই ২০১৮

 শিশু অধিকার আইনের  কার্যক্রম পরিদর্শনে  কুমিল্লায় পাঁচ বিচারপতি

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৬ জুলাই ॥ কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত, সরকারী শিশু পরিবার কেন্দ্র এবং কোতোয়ালি মডেল থানা পরিদর্শন করেছেন হাইকোর্টের বিচারপতিদের ৫ সদস্যের প্রতিনিধিদল। শুক্রবার তারা দিনব্যাপী পৃথক এ ৩টি স্থান পরিদর্শন করেন এবং শিশু আইনের কার্যক্রম সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন। শনিবার কুমিল্লা কোটবাড়িস্থ বার্ডে চট্টগ্রাম বিভাগীয় শিশু অধিকার বিষয়ক এক সেমিনারে তারা অংশগ্রহণ করবেন। শুক্রবার সকালে ‘সুপ্রীম কোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটস্’র সভাপতি ও আপীল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে হাইকোর্টের বিচারপতিদের ৫ সদস্যের প্রতিনিধি কুমিল্লা কোটবাড়িস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) আসেন। এ প্রতিনিধি দলের অপর চারজন হলেন- সুপ্রীমকোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটস্রে সদস্য ও আপীল বিভাগের বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী। পরে পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত পরিদর্শন করেন। এ সময় জেলা ও দায়রা জজ কেএম সামছুল আলম, জেলা জজ কোর্টের বিভিন্ন পর্যায়ের বিচারকগণ, আইন কর্মকর্তা, জেলা সমাজসেবা বিভাগের কর্মকর্তাসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বিকেলে কুমিল্লা নগরীর সংরাইশ এলাকায় সরকারী শিশু পরিবার কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় সমাজসেবা অধিদফতর চট্টগ্রাম বিভাগের পরিচালক ড. নাজনীন কাউসার চৌধুরীসহ জেলা ও পুলিশ প্রশাসন এবং সমাজসেবা অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানা পরিদর্শন করেন এবং শিশু সহায়তা ডেস্কের কার্যক্রম দেখে বিচারপতিগণ সন্তোষ প্রকাশ করেন। এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বিপিএমসহ জেলা ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আজ শনিবার বিচারপতিগণ বার্ড মিলনায়তনে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী ও লক্ষ্মীপুর জেলার প্রতিনিধিদের অংশগ্রহণে চট্টগ্রাম বিভাগীয় শিশু অধিকার বিষয়ক এক সেমিনারে অংশগ্রহণ করবেন। ওই সেমিনারে আপীল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী প্রধান অতিথি হিসেবে এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান সভাপতিত্ব করার কথা রয়েছে।
×