ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাসমান টিউবে বসে সংবাদ প্রচার

প্রকাশিত: ০৫:৩১, ৭ জুলাই ২০১৮

ভাসমান টিউবে বসে সংবাদ প্রচার

বলিউড ব্লকবাস্টার বজরঙ্গি ভাইজান সিনেমার পাক সাংবাদিক ‘চাঁদ নবাবের’ কথা মনে আছে? ছবির মূল অভিনেতা সালমান খানকে জঙ্গী ভেবে তার পেছনে লেগেছিলেন যিনি। এরপর তার বিস্তারিত শুনে সালমানকে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন এই সাংবাদিকই। তবে বরাবরই আলোচনায় উঠে এসেছিলেন সাংবাদিক চাঁদ নবাবের সাংবাদিকতার ধরন নিয়ে। কখনও সাইকেলে চড়ে সালমানের পিছু নেয়া, কখনও বা খবর সংগ্রহ করতে গিয়ে বারবার করে ফেলেন হাস্যকর সবভুল। এটি ছিল সিনেমার ঘটনা। বাস্তবেও এমন একজন সাংবাদিকের সন্ধান মিলেছে সেই পাকিস্তানেই। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তিনি। চলতি বর্ষা মৌসুমে পাকিস্তানের লাহোরের একাধিক অংশ ভেসে গেছে। শহরে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। আর এই দুর্যোগের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন বাস্তবের এই চাঁদ নবাব। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, বন্যার খবর সম্প্রচার করছেন এক পাক সাংবাদিক। তবে হেঁটে বা নৌকায় নয়, নদী বা সুইমিং পুলে গোসলের জন্য যে ফ্লোটিং টিউব ব্যবহার করা হয়। তাতে চড়েই খবর সংগ্রহ করছেন ওই পাক টেলিভিশন সাংবাদিক। এই ভিডিও প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল পড়ে। শুরু হয় মশকরা। প্রকাশিত ভিডিওতে ওই সাংবাদিককে বলতে শোনা যায়, এই পরিস্থিতি বেশ উপভোগ করছেন তিনি। -ইন্ডিয়া টুডে অবলম্বনে।
×