ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বয়স বাধা নয়...

প্রকাশিত: ০৫:৩১, ৭ জুলাই ২০১৮

বয়স বাধা নয়...

আধুনিক সময়ে ইন্টারনেটের জনপ্রিয় ব্যবহার ব্লগিং। সাধারণত কম বয়সীরা ব্লগিং করলেও আছেন প্রৌঢ়রাও। কিন্তু তাই বলে ১০৫ বছর বয়সী? হ্যাঁ এমনই এক ব্লগার আছেন সুইডেনে। ১০৫ বছর বয়সী এই ব্লগার রীতিমতো সুইডেনের একজন ‘তারকা ব্লগার’। বলছি ডাগনি কার্লসনের কথা। কম্পিউটারের সঙ্গে তার পরিচয় হয়েছেই ১০০ বছর বয়সে। যেসময় মানুষ পরকালের চিন্তা বেশি করে। সেই বয়সে কম্পিউটার নিয়ে এক রকম ঘরোয়া গবেষণা শুরু করেন ডাগনি। গরম কফি আর খবরের কাগজ দিয়ে দিনের শুরুটা হয় ডাগনির। বয়স যাই হোক, নিজ বাসার অলিগলি থেকে দুনিয়ার আরেক প্রান্তে কী হচ্ছে তার খবর চাই-ই চাই। আর সেসব জানতে ইন্টারনেটে অনেকখানি সময় ব্যয় করেন ডাগনি। তিনি বলেন, আমার জীবনটা আজ এখানে। আমি আগামীকালের কথা, কাল যে আমার মরণ হতে পারে, সেকথা ভাবি না। ওয়েবসাইট অবলম্বনে।
×