ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতির পিতার সমাধিতে ১৮ বিচারপতির শ্রদ্ধা

প্রকাশিত: ০৫:০৪, ৭ জুলাই ২০১৮

  জাতির পিতার  সমাধিতে ১৮ বিচারপতির শ্রদ্ধা

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৬ জুলাই ॥ গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ১৮ বিচারপতি। শুক্রবার দুপুর আড়াইটায় তারা টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা বঙ্গবন্ধুর কবর জিয়ারত এবং তাঁর আত্মার শান্তি কামনায় পবিত্র ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন। নবনিযুক্ত বিচারপতি মোঃ আবু আহমেদ জমাদার, এএসএম আব্দুল মোবিন, মোঃ মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মোঃ কামরুল হোসেন মোল্লা, এসএম কুদ্দুস জামান, মোঃ আতোয়ার রহমান, খিজির হায়াত, শশাংক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহিউদ্দিন শামীম, মোঃ রিয়াজ উদ্দিন খান, মোঃ খায়রুল আলম, এসএম মনিরুজ্জামান, আহম্মেদ সোহেল, সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান, ড. কে. এম. হাফিজুল আলমসহ হাইকোর্টের পদস্থ কর্মকর্তারা মোনাজাতে অংশ নেন। দুদক কমিশনারের শ্রদ্ধা ॥ বিকেল পৌনে ৩টার দিকে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন দুদক কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান। এরপর তিনি সেখানে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লেখেন। এসময় জেলা প্রশাসক মোহম্মদ মোখলেসুর রহমান সরকার ও পুলিশ সুপার সাইদ উর রহমানসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। ১৮ জিটিসিএল নেতৃবৃন্দ ॥ বিকেল ৩টায় জাতির পিতাকে শ্রদ্ধা জানিয়েছেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) অফিসার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত ৯ম কার্যনির্বাহী পরিষদ নেতৃবৃন্দ। পরিষদের সভাপতি প্রকৌশলী মোঃ মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক কে.এম. আবদুস সবুরের নেতৃত্বে নেতৃবৃন্দ জাতির পিতার সমাধিবেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে তারা বঙ্গবন্ধু মাজার কমপ্লেক্স ঘুরে দেখেন।
×