ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর কিশোরী উদ্ধার

প্রকাশিত: ০৪:৪৯, ৭ জুলাই ২০১৮

  ফরিদপুরে নিখোঁজের  ছয়দিন পর কিশোরী  উদ্ধার

নিজস্ব সংবাদদাতা,ফরিদপুর, ৬ জুলাই ॥ নিখোঁজের ছয়দিন পর ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকার শাহ্ আলী থানাধীন উত্তর বিশিল এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। গত ৩০ জুন ওই কিশোরী ফরিদপুর সদরের একটি গ্রাম থেকে নিখোঁজ হয়। ওই কিশোরী এলাকার একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন বলেন, গত ৩০ জুন সকাল সাড়ে ৭টার দিকে ঐ কিশোরী বাবা-মায়ের সঙ্গে অভিমান করে স্কুলে যাওয়ার নাম করে পালিয়ে যায়। ঐ দিনই ওই কিশোরীর বাবা ফরিদপুর কোতোয়ালি থানায় একটি নিখোঁজ জিডি করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল শুক্রবার ভোরে ঢাকার উত্তর বিশিল নামক এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান করে ওই কিশোরীকে উদ্ধার করে। পরে তাকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
×