ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অপারেশন থিয়েটারে গৃহবধূর মৃত্যু ॥ ডাক্তার নার্সের পলায়ন

প্রকাশিত: ০৪:৪৯, ৭ জুলাই ২০১৮

  অপারেশন থিয়েটারে গৃহবধূর মৃত্যু ॥  ডাক্তার নার্সের পলায়ন

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৬ জুলাই ॥ আশুলিয়া থানাধীন পল্লীবিদ্যুত এলাকায় ভুল চিকিৎসায় লাইলী বেগম (৩৩) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার মধ্যরাতে পলাশবাড়ী এলাকার মহিলা ইউপি সদস্যের স¦ামীর মালিকানাধীন মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতালে মৃত্যুর ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে। এ ঘটনার পর নিহতের স্বজনদের উত্তেজনার মুখে হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ অন্যরা হাসপাতাল থেকে পালিয়ে যায়। নিহত লাইলী বেগম আশুলিয়ার এলাকার আবুল কাসেমের স্ত্রী। তার রিফাত, রাফি ও রিদম নামের ৩টি পুত্রসন্তান রয়েছে। আবুল কাসেম জানান, তার স্ত্রী কয়েকদিন যাবৎ টনসিল রোগজনিত কারণে অসুস্থ ছিল। বৃহস্পতিবার বিকেলে ওই হাসপাতালে পরামর্শের উদ্দেশে যান। যাওয়ার পর লাইলী বেগমকে হাসপাতালে কর্মরত নাক-কান-গলার চিকিৎসক সার্জন মোচ্ছাব্বির মাহমুদ তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এছাড়াও টনসিলে ইনফেকশন হয়ে গেছে ও দ্রুত অপারেশন না করালে রোগীর অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। পরে ওই চিকিৎসকের পরামর্শে রাতেই তার স্ত্রীর অপারেশনের জন্য প্রস্তুতি নেয়া হয়। রাতে হাসপাতালে কর্মরত অপর চিকিৎসক এমদাদুল ইসলাম তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে অচেতন করেন। এরপর দীর্ঘ ২ ঘণ্টা পার হয়ে গেলেও তার স্ত্রীকে অপারেশন থিয়েটার থেকে বের না করলে তাদের মনে সন্দেহ হয়। একপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর অবস্থার অবনতির কথা বলে তাকে ঢাকায় রেফার করার পরামর্শ দেয়। এ সময় তিনিসহ স্বজনরা জোরপূর্বক অপারেশন থিয়েটারের ভেতরে প্রবেশ করে লাইলী বেগমকে মৃতাবস্থায় দেখতে পান। পরে তারা উত্তেজিত হয়ে পড়লে হাসপাতালের চিকিৎসক ও কয়েক নার্স সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।তিনি অভিযোগ করে বলেন, ভুল চিকিৎসায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে। এর প্রতিবাদ করায় হাসপাতালের মালিক ধামসোনা ইউনিয়নের মহিলা সদস্য রাশিদা বেগমের স্বামী মোখলেছুর রহমান ছেলেসহ ৫/৭ ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এসে তাদের লাঞ্ছিত করে হাসপাতাল থেকে বের করে দেয়।
×