ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জিনের বাদশা দুলাভাইকে পেটালেন তিন শ্যালিকা

প্রকাশিত: ০৪:৪৮, ৭ জুলাই ২০১৮

  জিনের বাদশা দুলাভাইকে পেটালেন তিন শ্যালিকা

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৬ জুলাই ॥ জিনের বাদশা দুলাভাই আলতাফ হোসেনকে পেটালেন তিন শ্যালিকা। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা শাপলা চত্বর গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায়। আহত জিনের বাদশা দুলাভাইকে স্থানীয়রা উদ্ধার করে ওইদিন রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, আজমত আলীর ছেলে আলতাফ ফকিরের সঙ্গে ২০০৩ সালে উপজেলার আমতলীর চাওড়া লোদা গ্রামের মোতাহার হোসেন আকনের মেয়ে রাহিমার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে আলতাফ হোসেন জিনের বাদশা সেজে শ্বশুরবাড়িতে পুকুরের মধ্যে শাপলা ও ময়ূরপঙ্খী নির্মিত আস্তানা নির্মাণ করে। আস্তানায় বসে সাধারণ মানুষকে জিনের মাধ্যমে তাবিজ, কবজ ও ঝাড়ফুঁক দিয়ে প্রতারণা করে থাকেন। ২০১৭ সালে শ্বশুর মোতাহার উদ্দিনকে জিনের ভয় দেখিয়ে ৭২ শতাংশ জমি স্ত্রী রাহিমার নামে লিখে নেয়। গত বছর নবেম্বর মাসে শ্বশুর মারা যায়। বৃহস্পতিবার নাসিমা,পরী ও ডলি নামের তিন শ্যালিকা বাবারবাড়িতে বেড়াতে আসে। ওইদিন সন্ধ্যায় জমি নিয়ে জিনের বাদশা আলতাফ ফকিরের সঙ্গে তিন শ্যালিকার কথা কাটাকাটি হয়। এক পর্যায় জিনের বাদশা শ্যালিকাদের মারধরের চেষ্টা করে। পরে শ্যালিকারা ক্ষিপ্ত হয়ে জিনের বাদশা দুলাভাই আলতাফকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জিনের বাদশাকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
×