ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

প্রকাশিত: ০৪:৪৭, ৭ জুলাই ২০১৮

সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় গাজীপুুরে স্কুলছাত্রসহ তিন, সাভারে আরোহীসহ তিন, কেশবপুরে কলেজছাত্র, ঠাকুরগাঁওয়ে চালক ও সহকারী, নারায়ণগঞ্জে আরোহী, দিনাজপুরে বাসযাত্রী, খুলনায় চালক ও দাউদকান্দীতে নারীসহ দুই জন নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। গাজীপুর স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, তিনটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন স্কুল ছাত্র ও অপর দুইজন নারী। জানা গেছে, কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী এলাকার প্রবাসী আনসার আলীর ছেলে ফাহিম হোসেন শুক্রবার সকালে নানার বাড়ি বেড়াতে যাচ্ছিল। পথে বাড়ির পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অতিক্রম করার সময় বেপরোয়া গতিতে আসা একটি পিকআপভ্যান ফাহিমকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত ফাহিমকে উদ্ধার করে শেখ ফজিলাতুন নেছা মুজিব বিশেষায়িত হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ফাহিম মারা যায়। পুলিশ ঘাতক পিকআপভ্যানটি আটক করেছে। এদিকে শ্রীপুর মডেল থানার ওসি মোঃ আসাদুজ্জামান জানান, শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকার এক গার্মেন্টসের কর্মী আকলিমা খাতুন (২৫) বৃহস্পতিবার রাতে মায়ের সঙ্গে দেখা করতে অটোরিক্সায় চড়ে ময়মনসিংহের পাগলা থানার সাকারপাড়া গ্রামের বাড়ি যাচ্ছিল। কারখানা থেকে বের হয়ে যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিক্সাটি উল্টে যায়। এতে আকলিমা নিহত হয়। সে শ্রীপুরের এমসি বাজার এলাকায় নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে গার্মেন্টসে কাজ করত। এছাড়াও একইদিন কালীগঞ্জ উপজেলার বালিগাঁও মোড়লবাড়ি মার্কেট এলাকায় রেলপথ পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই হালিমা বেগম (৩৬) নামের এক নারী নিহত হয় বলে নরসিংদী জিআরপি ফাঁড়ির এসআই আবু সায়েম জানান। . সাভার নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, সাভার ও ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছে। এর মধ্যে সাভারের আমিনবাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় অপর একটি ট্রাকের নিচে পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়। এরা হলো- শফিক আহমেদ (২৬) ও সুজাত মিয়া (২৫)। তাদের বাড়ি পাবনা জেলায়। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ট্রাকস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ব্যবসায়িক কাজ শেষে ঢাকা থেকে সাভার আসার পথে ওই ২ জন আমিনবাজার ট্রাকস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে ‘ইন্টার সিটি’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। অপরদিকে, ধামরাইয়ের জয়পুরায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এর চালক নিহত হয়। এ সময় আহত হয় আরও ২ জন। নিহতের পরিচয় মেলেনি। . কেশবপুর নিজস্ব সংবাদদাতা কেশবপুর থেকে জানান, শুক্রবার সকালে কেশবপুরে সড়ক দুর্ঘটনায় পাঁজিয়া ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মেহেদি হাসান (১৭) নিহত হয়েছে। বেলা এগারটার দিকে মোটরসাইকেলে করে নিজ গ্রাম কমলাপুর থেকে কেশবপুর আসার পথে মাটি পরিবহনে নিয়োজিত ট্রলির সঙ্গে কেশবপুর-পাঁজিয়া সড়কের সাগদত্তকাটি মোড়ে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর অবস্থায় মেহেদি হাসানকে কেশবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত কলেজ ছাত্র মেহেদি হাসানের পিতা সেলিম হোসেনের একমাত্র পুত্র। . ঠাকুরগাঁও নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, সদর উপজেলার ২৯ মাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার সকাল আটটার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল হাড়িপুকুর এলাকায় ঢাকা থেকে দ্রুত বেগে আসা পঞ্চগড়গামী নাইট কোচ নাবিল এন্টারপ্রাইজের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাজী ফামর্স লিমিটেডের একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক সাজ্জাদ হোসেন (৫০) ও চালকের সহকারী মশিউর রহমান (২৭) নিহত হন এবং ১০ জন আহত হয়। সাজ্জাদের বাড়ি মাগুরা জেলায়। সহকারীর ঠিকানা জানা যায়নি। . নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-ডেমরা সড়কের নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের গোদনাইলের বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে শাহরিয়ার বুলবুল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শাহরিয়ার বুলবুল বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের মার্কেটিং প্রতিনিধি। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর ১২টায়। জানা গেছে, বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের মার্কেটিং কর্মকর্তা শাহরিয়ার বুলবুল মোটরসাইকেলযোগে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে নারায়ণগঞ্জের দিকে আসছিলেন । এ সময় গোদনালের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে বেপরোয়া গতিতে আসা আকিজ সিমেন্টের একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। . দিনাজপুর স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মহিলা বাসযাত্রী নিহত ও শিশুসহ ৩০ বাসযাত্রী আহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কের বেজাই বাজিতপুর নামক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত বাসযাত্রী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলেকপুর গ্রামের আতাউর রহমানের স্ত্রী মুনজারা খাতুন (৩৮)। ফুলবাড়ী ও পার্বতীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৩ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। . খুলনা খুলনা অফিস থেকে স্টাফ রিপোর্টার জানান, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কয়রা উপজেলার বামিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুর্ঘটনায় ভাড়ায় যাত্রী বহনকারী মোটরসাইকেল চালক বাবু ঢালী নিহত হয়। তিনি কয়রা উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর কয়রা গ্রামের কাদের ঢালীর ছেলে। আহতরা হলেন, মোটরসাইকেল আরোহী মোঃ রোকন এবং বাসের যাত্রী আশালতা ও আব্দুল হান্নান বিশ্বাস । তারা কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। . দাউদকান্দি নিজস্ব সংবাদদাতা দাউদকান্দি থেকে জানান, দাউদকান্দিতে দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত এবং আহত হয়েছেন ১০ জন। পুলিশ জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টায় দাউদকান্দি উপজেলার ঢাক-চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া নামক স্থানে ঢাকাগামী স্টার লাইন ও ড্রিম লাইন পরিবহনের দুটি যাত্রীবাহী বাস ওভারটেকের প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে অজ্ঞাত পুরুষ (৬০) এক বাসযাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
×