ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইরানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র তেল রফতানিতে বাধা দিলে পাল্টা ব্যবস্থা

প্রকাশিত: ০৪:৪১, ৭ জুলাই ২০১৮

   যুক্তরাষ্ট্র তেল  রফতানিতে বাধা দিলে  পাল্টা ব্যবস্থা

ইরানের তেল রফতানিতে যুক্তরাষ্ট্র বাধা দিলে পাল্টা পদক্ষেপ নিতে তেহরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির বিপ্লবী গার্ডবাহিনীর প্রধান মোহাম্মদ আলি জাফরি। ওয়াশিংটনের চাপে পড়ে ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেলের চালান না নিতে পারে তাহলে অন্য সবার জন্যও সেটি বন্ধ করে দেয়া হবে, হুঁশিয়ারি তার। খবর ওয়েবসাইটের। মধ্যপ্রাচ্য থেকে উত্তর আমেরিকা, এশিয়া ও ইউরোপে তেল রফতানির অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধে ইরানের প্রেসিডেন্টের হুমকি বাস্তবায়নে বিপ্লবী গার্ডবাহিনী তৈরি আছে, বৃহস্পতিবার জাফরির বরাত দিয়ে বার্তা সংস্থা তাসনিম এমনটাই জানিয়েছে। ‘প্রয়োজন পড়লে আমাদের প্রেসিডেন্ট যে পরিকল্পনার কথা বলেছেন, তা বাস্তবায়নে আমরা প্রস্তুত; হয় সবাই হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে, নয় তো কেউ পারবে না- আমরা আমাদের শত্রুদের এটি বুঝিয়েই ছাড়ব,’ বলেছেন ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডবাহিনীর কমান্ডার জাফরি। হরমুজ প্রণালী হয়ে ইরানের তেল রফতানিতে যুক্তরাষ্ট্র বাধা দিলে সেটি বন্ধ করে দেয়া হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও।
×