ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাশিয়ার কাছে ব্যাখ্যা দাবি ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নার্ভ গ্যাস হামলা ॥ লন্ডন মস্কো তীব্র বাগ্বিতন্ডা

প্রকাশিত: ০৪:৪১, ৭ জুলাই ২০১৮

  নার্ভ গ্যাস হামলা ॥ লন্ডন মস্কো তীব্র বাগ্বিতন্ডা

এ্যামেসবারি শহরে শনিবার বিষাক্ত স্নায়ু গ্যাসে ব্রিটিশ যুগলের অসুস্থ হয়ে পড়ার ঘটনার জন্য যুক্তরাজ্য বৃহস্পতিবার রাশিয়ার কাছে জবাব চেয়েছে। কারণ, সাবেক রুশ গুপ্তচর সেরগেই স্ক্রিপ্যাল ও তার মেয়ে ইউলিয়া ৪ মার্চ ব্রিটেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর স্যালিসবারির কাছে এ ছোট্ট শহর এ্যামেসবারিতেই একই স্নায়ু গ্যাসে আক্রান্ত হয়েছিলেন। মস্কো ওই ঘটনাকে হত্যার চেষ্টা বলে উল্লেখ করেছিল। এখন ব্রিটেন শনিবারের ঘটনার জন্য রাশিয়ার কাছ থেকে জবাব দাবি করলে মস্কো তাৎক্ষণিকভাবে অস্বীকার করেছে। দেশটি পাল্টা বলেছে, লন্ডন নোংরা রাজনৈতিক খেলা শুরু করেছে এবং ক্ষমা দাবি করেছে লন্ডনের কাছে।- খবর এএফপির। মস্কো ব্রিটিশ যুগলকে হত্যার চেষ্টা করেছে বলে ব্রিটেন ও এর সহযোগীরা অভিযোগ আনার পর রাশিয়ার সঙ্গে এক বড় ধরনের কূটনৈতিক সঙ্কটের সৃষ্টি হয়েছে। ক্রেমলিন অবশ্য এ অভিযোগ দৃঢ়তার সঙ্গে অস্বীকার করেছে। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ বৃহস্পতিবার পার্লামেন্টে বলেছেন, দুটি দুর্ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে এবং তা স্পষ্টভাবে তদন্তের প্রধান বিষয় হবে। তিনি এ বিষয় মস্কোর কাছে ব্যাখ্যা দাবি করেন। তিনি বলেন, কী ঘটে চলেছে তা রুশ রাষ্ট্রটির ব্যাখ্যা করার এখনি সময়। এ ঘটনা উদ্দেশ্যপ্রণোদিতই হোক বা দুর্ঘটনাবশতই হোক বা আমাদের রাস্তা, পার্ক, আমাদের শহরগুলো বিষাক্ত গ্যাসের জন্য আবর্জনার স্থানই হোক আমাদের জনগণের জন্য সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। কিন্তু তার এ মন্তব্যের কঠোর জবাব দিয়েছে মস্কো। মস্কো বলেছে যে, ব্রিটিশ পুলিশ রাজনৈতিক ষড়যন্ত্রে জড়িত থাকার বিষয়টি এড়িয়ে গেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের বলেছেন, আমরা নোংরা রাজনৈতিক খেলায় না জড়ানোর জন্য ব্রিটিশ আইন প্রয়োগ সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি। লন্ডনে কোন কোন শক্তি এ খেলা শুরু করে দিয়েছে এর মধ্যেই। কিন্তু আমরা তাদের তদন্তে চূড়ান্ত রুশ আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সহযোগিতার আহ্বান জানাই। মুখপাত্র বলেন, এ (ব্রিটিশ) সরকার ও এর প্রতিনিধিদের রাশিয়ার কাছে ও আন্তর্জাতিক প্রতিনিধিদের কাছে ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, তাই ঘটবে। পুলিশ বলেছে, ডন স্টারজেস (৪৪) ও শার্লি রওলিকে (৪৫) পরীক্ষা করে মনে হয়েছে, তারা শনিবার নভিচক গ্যাসের শিকার হয়েছেন। কিন্তু স্ক্রিপ্যাল ও তার মেয়ের ওপর যে গ্যাস ব্যবহার করা হয়েছিল এটা একই ধরনের কী না তা স্পষ্ট নয়। নভিচক একটি সামরিক পর্যায়ের নার্ভ এজেন্ট যা স্নায়ুযুদ্ধের সময় রাশিয়া তৈরি করেছিল। ক্রেমলিন মুখপাত্র দমিত্রি পেসকভ এ ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন। কিন্তু তিনি বলেন, কী পদার্থ ব্যবহার করা হয়েছে এবং কীভাবে সেগুলো ব্যবহার করা হয়েছে তার ওপর কোন তথ্য রাশিয়ার কাছে নেই। তিনি বলেন, একেবারে শুরুতেই রুশপক্ষ ব্রিটিশ পক্ষের একটি যৌথ তদন্ত পরিচালনার জন্য প্রস্তাব দিয়েছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে ঘটনার সময় বার্লিনে জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মেরকেলের সঙ্গে বৈঠক করেছিলেন। তিনি ঘটনাকে অত্যন্ত উত্তেজনাপূর্ণ বলে অভিহিত করেছেন এবং প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে, পুলিশ তাদের তদন্তের কারণ অনুসন্ধানে চেষ্টার কোন ত্রুটি রাখবে না। প্রায় ১শ’ সন্ত্রাসবিরোধী কর্মকর্তা এ পুলিশ তদন্তে জড়িত হয়েছেন এবং স্যালিসবারি ও এ্যামেসবারিতে ৬টি স্থান পুলিশ ঘিরে রেখেছে। গ্যাসের শিকার হওয়ার আগে যুগল এ স্থানগুলোতে গেছেন।
×