ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ড. জীবেন রায়

মিডিয়া কী দিচ্ছে আর পাঠক কী চায়

প্রকাশিত: ০৪:৩৭, ৭ জুলাই ২০১৮

 মিডিয়া কী দিচ্ছে আর পাঠক কী চায়

গত দু’বছর ধরে মিডিয়াতে ‘ফেইক নিউজ’-এর সয়লাব যুক্তরাষ্ট্রে। এ জন্য রাজনীতিবিদদের বিশেষ করে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট, বক্তৃতা, স্টেটমেন্ট প্রতিনিয়ত বিশ্লেষণ করা হয়। আর এই বিশ্লেষণ করে থাকে ‘Politifact’ নামে একটি অর্গানাইজেশান। সম্প্রতি টাইম ম্যাগাজিনের ভাষ্যমতে ট্রাম্পের ৫৬২ স্টেটমেন্টের মধ্যে ৬৯% মিথ্যা। অন্যদিকে ওবামার ক্ষেত্রে ছিল ২৬%। অর্থাৎ রজনীতিবিদরা কম-বেশি মিথ্যা তথ্য দিয়ে থাকে। মিডিয়ার কাজ হলো সব তথ্যই তুলে ধরা এবং সব দেশের সব মিডিয়াই তা নিজেদের পন্থী অনুযায়ী তুলে ধরে। এটা অনেকটা হাফ পরিপূর্ণ বা হাফ খালি। দুটোই সঠিক। যেমন আর্জেন্টিনা নকআউট খেলায় ৪-৩ গোলে হেরেছে। আর্জেন্টিনার সমর্থক, আমার স্ত্রীর বক্তব্যটি বেশ মজার। আর্জেন্টিনার এক হালি ডিম পেয়েছে আর দিয়েছে তিনটি বাঁশ। যুক্তরাষ্ট্রে সব কিছুরই গবেষণা হয়, সার্ভে হয়; তাই সত্যিটা খুঁজে পেতে অসুবিধা হয় না। বাংলাদেশ সেই পর্যায়ে পৌঁছেনি এখনও। আমার কথা বাংলাদেশ মিডিয়া কী জানে পাঠক কী চায়? আমি প্রায়ই অবাক হই, খবরের প্রাধান্য দেখে। তিন বছরের শিশুকে ধর্ষণ, কিংবা স্কুলে বা গাড়িতে বলাৎকার। অথবা শ্বশুর কর্তৃক পুত্রবধূ ধর্ষিত। অথবা দাম্পত্য কলহ, ডিভোর্স ইত্যাদি। শিরোনামগুলোও দারুণ আকর্ষণীয়ভাবে দেয়া হয়। আমার মতে বাংলাদেশ তিনটি ক্ষেত্রে হুজুকপ্রিয়। খেলা পাগল, রাজনীতি পাগল এবং যে কোন বিষয়ে হঠাৎ করে হুজুক পাগল। আর খেলা পাগলের দেশে তখন হয়ে গেল রাজনীতির ভবিষ্যতের পথপ্রদর্শক গাজীপুরের মেয়র ইলেকশন। লাখ লাখ ভোটের যেখানে ব্যবধান, সেখানে এই ডিজিটাল সময়ে কোন মিডিয়াই তো বলেনি এটা দুই যুগ আগে মাগুরা ইলেকশনের মতো কারচুপি হয়েছে। শতকরা ৯০ ভাগ সুষ্ঠু হলেই তো বিরাট অগ্রগতি। এতে প্রমাণ হয়েছে, নতুন প্রজন্ম অনেকটাই সৎ নাগরিক হয়ে গড়ে উঠছে। গাজীপুরের নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম বর্তমান প্রজন্মের নাগরিক। সুতরাং গত প্রজন্মের হেরে যাওয়া প্রার্থীর কাছে দেখা করে মিষ্টি খাওয়াতেই পারে। কিন্তু গত প্রজন্মের মানুষ, হাসান সাহেবের বক্তব্য কেমন যেন খেই হারা। ভাওয়াল রাজার কথা বলতে গিয়ে তিনি ধর্মকে টেনে এনে বলেছেন, তখনকার সময়ে মুসলিম ছাত্ররা ক্লাসরুমের পেছনে মাটিতে বসত আর তাই তিনি অনেক পাঠশালা বানিয়েছেন। শতবর্ষ আগে জমিদার, রাজা বাদশাহর কাজ কর্ম ভাল ছিল তা তো কেউ বলছে না, সুতরাং প্রসঙ্গটা আসবে কেন? আবার পাঠক এবং মিডিয়ার কথায় ফিরে আসি। গত এক মাস ধরে বাংলাদেশে মিডিয়া এবং পাঠক বিশ্বকাপ জ্বরে ভুগছে। প্রথম পাতার হেডলাইন থেকে শুরু করে শুধু খেলা আর খেলা। প্রতিটি খেলোয়াড় থেকে শুরু করে, খেলার সম্ভাব্য ফলাফল, খেলার মিনিট মিনিট বিবরণ, কী করলে কী হতো, দেশ, দেশের কালচার, খাবার দাবার অর্থাৎ কোন কিছুই বাদ যায় না। অথচ বাংলাদেশ বিশ্বকাপের কোথাও নেই। অবশ্য আমি নিজেও প্রতিটি খেলাই দেখছি এবং হঠাৎ মনে হলো খেলা নিয়েই কিছু লিখি। আমি একটি অনলাইন পত্রিকায় নিয়মিত লিখি। তাই শঙ্কা ছিল, খেলা নিয়ে এত লেখার মাঝে আমার লেখা পাঠক কী পড়বে? একটা যুৎসই টাইটেল দিলাম যাতে ‘যৌনতা’ শব্দটিও ছিল। তিন চারদিনে দেড় লাখের ওপর ক্লিক হয়েছে। মাই গুডনেস! অবশ্য অন্যান্য অনেক লেখাও কয়েক হাজার ক্লিক হয়েছে। অর্থাৎ পাঠক খেলাও চায়, রাজনীতিও চায় আবার যৌনতাও। বুঝতে পারলাম উপযুক্ত শব্দ চয়ন খুবই দরকার। শব্দের কথাতে যখন এসে পড়েছি তখন হ্যারি পটারখ্যাত জে কে রাউলিং ও ট্রাম্পের টুইট নিয়ে বাক বিত-াটা উল্লেখ করতেই হয়। বলার অপেক্ষা রাখে না, টুইট মাস্টার, ট্রাম্পের টুইটে প্রায়ই ভালগার শব্দ, ভুল বানান এবং মিথ্যা তথ্য থাকে। লেখিকা রাউলিং অন্য সেলিব্রেটিদের মতো ট্রাম্পের বিভিন্ন বিষয়ের সঙ্গে তার লেখার স্কিল নিয়েও সমালোচনা করে থাকেন। সম্প্রতি ট্রাম্পের একটি ভুল বানান ধরে দিয়েছেন। ট্রাম্প টুইটে লিখেছিলেন, ‘pour over meaning to make expensive coffee. কিন্তু ট্রাম্প লিখতে চেয়েছিলেন ‘pore over meaning to read or study very carefully. সুতরাং ট্রাম্প জব্দ। সাম্প্রতিক বাংলাদেশের একটি তথ্য দারুণ আশাপ্রদ। নিশ্চয়ই এটা ফেইক নয়। তা হলো মানুষের গড় আয়ু প্রায় ৭২ বছর। এই একটি তথ্যই বলে দিচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং উন্নয়ন হচ্ছে। সমষ্টিগত অনেক উন্নয়নের কথাই এতে লুকিয়ে আছে। ভাল কাজকে জনগণ মনে রাখে। সম্প্রতি মালয়েশিয়াতে মাহাথির এই বৃদ্ধ বয়সে আবার রাষ্ট্রপ্রধান হয়েছেন এবং গত রাষ্ট্রপ্রধান দুর্নীতির অভিযোগে জেলে গেছেন। সহনশীলতা, দম্ভহীন এবং সৎপথে থেকে দেশের ভাল করার প্রচেষ্টা থাকলে যে কোন সরকারই জনতার ভালবাসা নিয়ে ফিরে ফিরে আসবে তা সুনিশ্চিত। লেখক : আমেরিকান প্রবাসী অধ্যাপক [email protected]
×